১০ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১০ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

'সি. ভি. আনন্দ বোস' কোন রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] তামিলনাড়ু
[C] পশ্চিমবঙ্গ
[D] তামিলনাড়ু

প্রশ্ন – ২

কোন রাজ্য 2022 সালে উত্তর পূর্ব অলিম্পিক গেমসের 2য় সংস্করণ আয়োজন করেছিল?
[A] আসাম
[B] মেঘালয়
[C] মণিপুর
[D] সিকিম

প্রশ্ন – ৩

‘আর্টেমিসিনিন’ যেটি খবরে দেখা গেছে, কোন রোগের ওষুধের প্রধান উপাদান?
[A] ডায়াবেটিস
[B] ম্যালেরিয়া
[C] সার্স
[D] উচ্চ রক্তচাপ
প্রশ্ন - ৪ 
কোন দেশ 'Hwasong-17' বা মনস্টার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে?
[A] চীন
[B] ইসরাইল
[C] উত্তর কোরিয়া
[D] জাপান

প্রশ্ন – ৫

'বিশ্ব শিশু দিবস 2022' এর থিম কী?
[A] অন্তর্ভুক্তি, প্রত্যেক শিশুর জন্য
[B] শিশুদের অধিকার
[C] আন্তর্জাতিক একতা
[D] সবার জন্য ডিজিটাল অ্যাক্সেস

প্রশ্ন – ৬

কামেং হাইড্রো পাওয়ার স্টেশন, যা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে, কোন রাজ্য/UT-এ অবস্থিত?
[A] সিকিম
[B] অরুণাচল প্রদেশ
[C] জম্মু ও কাশ্মীর
[D] পশ্চিমবঙ্গ

প্রশ্ন – ৭

কোন প্রতিষ্ঠান ‘Handbook of Statistics on Indian States 2021-22’ প্রকাশ করেছে?
[A] SEBI
[B] RBI
[C] নীতি আয়োগ
[D] অর্থনৈতিক বিষয় বিভাগ

প্রশ্ন – ৮

গ্লোবাল ইনফরমেশন টেকনোলজি রিপোর্ট (GITR) 2022 অনুযায়ী, নেটওয়ার্ক প্রস্তুতি সূচকে কোন দেশ শীর্ষে আছে?
[A] USA
[B] সিঙ্গাপুর
[C] ভারত
[D] সুইডেন

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।