১১ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১১ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

International Tiger Day 2022 -এর থিম কি?
[A] Save the Tiger
[B] Fresh Ecology For Tigers’ Protection
[C] Their survival is in our hands
[D] India launches Project Tiger to revive the tiger population

প্রশ্ন – ২

দিল্লির নুতন পুলিশ কমিশনার পদে কে দ্বায়িত্বভার গ্রহণ করেছেন?
[A] সুরজিৎ বন্সল
[B] বিনয় পাঠক
[C] সঞ্জয় অরোরা
[D] সঞ্জয় আগারওয়াল

প্রশ্ন – ৩

সম্প্রতি, কে Central Board of Direct Taxes (CBDT) -এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] শিভম শর্মা
[B] কিরণ মোরে
[C] রবিনদের খাতনা
[D] নিতিন গুপ্তা

প্রশ্ন – ৪

“World Ranger Day” কবে পালিত হয়?
[A] 28 জুলাই
[B] 30 জুলাই
[C] 29 জুলাই
[D] 31 জুলাই

প্রশ্ন – ৫

নিম্নলিখিত কে Commonwealth Games 2022 -এ মহিলা ওয়েইটলিফটিং (49 kg) প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে?
[A] Gururaja Poojary 
[B] Bindyarani Devi 
[C] Sanket Mahadev Sargar 
[D] Mirabai Chanu

প্রশ্ন – ৬

কোন শহর Chabahar Day Conference -এর আয়োজন করেছে?
[A] দিল্লি
[B] মুম্বাই
[C] কলকাতা 
[D] হায়দ্রাবাদ

প্রশ্ন – ৭

অচিন্তা শেউলী (Achinta Sheuli), Commonwealth Games 2022 -এ পুরুষ ওয়েইটলিফটিং -এর কত কেজি বিভাগে স্বর্ণপদক?
[A] 67 kg
[B] 60 kg
[C] 73 kg
[D] 86 kg

প্রশ্ন – ৮

World Nature Conservation Day 2022 -এর থিম কি?
[A] Water, air, soil, and trees
[B] Save the Nature
[C] Cut Down on Plastic
[D] Forests and Livelihoods: Sustaining People and Planet
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।