১১ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১১ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

ভারতের 53তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) 2022 সালের ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্বের পুরস্কারে কে সম্মানিত হয়েছেন?
[A] অমিতাভ ভচ্চন
[B] চিরঞ্জীবী
[C] কমল হাসান
[D] মোহনলাল

প্রশ্ন – ২

দরিদ্র দেশগুলিকে সহায়তা করার জন্য কোন ফোরাম "ক্ষতি ও ক্ষয়ক্ষতি তহবিল" চালু করেছে?
[A] COP-27
[B] G-20 বার্ষিক শীর্ষ সম্মেলন
[C] আসিয়ান বার্ষিক শীর্ষ সম্মেলন
[D] WEF বার্ষিক শীর্ষ সম্মেলন

প্রশ্ন – ৩

ITTF-ATTU এশিয়ান কাপে পদক জিতে প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় কোনটি?
[A] শরৎ কামাল
[B] মনিকা বাত্রা
[C] শ্রীজা আকুলা
[D] সাথিয়ান জ্ঞানসেকরন
প্রশ্ন - ৪ 
2022 সালে কৃত্রিম বুদ্ধিমত্তার (GPAI) বিষয়ে গ্লোবাল পার্টনারশিপ-এর চেয়ার কোন দেশ?
[A] শ্রীলঙ্কা
[B] বাংলাদেশ
[C] ভারত
[D] যুক্তরাজ্য

প্রশ্ন – ৫

‘কর্মযোগী প্ররম্ভ’ কোন শ্রেণির মানুষের জন্য তৈরি একটি কোর্স?
[A] অনাবাসী ভারতীয়
[B] সরকারি কর্মচারী
[C] MSMEs
[D] অসংগঠিত খাতের কর্মচারী

প্রশ্ন – ৬

‘সাংগাই উৎসব’ কোন রাজ্যে পালিত একটি সাংস্কৃতিক উৎসব?
[A] পশ্চিমবঙ্গ
[B] ওড়িশা
[C] মণিপুর
[D] আসাম

প্রশ্ন – ৭

2022 সালে ইন্দো-প্যাসিফিক আঞ্চলিক সংলাপের আয়োজক কোন শহর?
[A] কলম্বো
[B] নয়াদিল্লি
[C] ঢাকা
[D] ইসলামাবাদ

প্রশ্ন – ৮

কোন ভারতীয়কে 2022 সালে UNEP 'চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ' পুরস্কার দেওয়া হয়েছিল?
[A] পূর্ণিমা দেবী বর্মণ
[B] নরেন্দ্র মোদী
[C] কে কে শৈলজা
[D] পীযূষ গোয়াল

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।