১১ই অক্টোবর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১১ই অক্টোবর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন দেশ 2021-22 সালে বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী এবং ভোক্তা?
[A] ভারত
[B] চীন
[C] ইরান
[D] ইসরাইল

প্রশ্ন – ২

IFSCA দ্বারা প্রতিষ্ঠিত 'টেকসই অর্থ সংক্রান্ত বিশেষজ্ঞদের কমিটি'-এর প্রধান কে?
[A] অজয় ​​ত্যাগী
[B] ভাইরাল আচার্য
[C] উর্জিত প্যাটেল
[D] সি.কে. মিশ্র

প্রশ্ন – ৩

কোন প্রতিষ্ঠান MSME এর জন্য সাসটেইনেবিলিটি পারসেপশন ইনডেক্স (SPeX) চালু করেছে?
[A] NITI Aayog
[B] SEBI
[C] SIDBI
[D] RBI

প্রশ্ন – ৪

টেলিকম জায়ান্ট অপটাস, যেটি সম্প্রতি সাইবার-আক্রমণের শিকার হয়েছে, কোন দেশে অবস্থিত?
[A] কানাডা
[B] মার্কিন যুক্তরাষ্ট্র
[C] অস্ট্রেলিয়া
[D] রাশিয়া

প্রশ্ন – ৫

সাহিত্যে 2022 সালের নোবেল পুরস্কার বিজয়ী অ্যানি আর্নাক্স কোন দেশের লেখক?
[A] মার্কিন যুক্তরাষ্ট্র
[B] অস্ট্রেলিয়া
[C] ফ্রান্স
[D] জার্মানি

প্রশ্ন – ৬

সবুজ প্রযুক্তির উপর ভিত্তি করে কোন প্রতিষ্ঠান ভারতের প্রথম প্রযুক্তি ব্যবসা ইনকিউবেশন সেন্টার স্থাপন করবে?
[A] আইআইটি মাদ্রাজ
[B] এনআইটি শ্রীনগর
[C] আইআইটি রুরকি
[D] এনআইটি তিরুচিরাপল্লী

প্রশ্ন – ৭

নালাগড়, যেখানে একটি 350 কোটি টাকার মেডিকেল ডিভাইস পার্ক তৈরি করা হয়েছে, কোন রাজ্যে অবস্থিত?
[A] কেরালা
[B] কর্ণাটক
[C] হিমাচল প্রদেশ
[D] অন্ধ্রপ্রদেশ

প্রশ্ন – ৮

ভারতীয় নৌবাহিনী কোন দেশের সাথে হোয়াইট শিপিং ইনফরমেশন এক্সচেঞ্জে একটি চুক্তি স্বাক্ষর করেছে?
[A] মার্কিন যুক্তরাষ্ট্র
[B] জাপান
[C] ফ্রান্স
[D] নিউজিল্যান্ড
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।