১২ ই সেপ্টেম্বর, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ এর মধ্যে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আমাদের চারিপাশে প্রতিদিন নিত্য নতুন কিছু ঘটে চলেছে যার পুরোটা আমাদের মনে রাখা একটু কষ্ট দায়ক হয়ে ওঠে আমাদের জন্য, সেই সম্যসার সমাধান করতে আমরা আপনাদের সামনে প্রতিদিন নিয়ে আসছি নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স। আপনাদের চাকরির পরীক্ষার জন্য এই প্রচেষ্টা আশাকরি আপনাদের কাজে লাগবে। চলুন দেখে নেয়া যাক ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ নতুন আপডেট।

১২ ই সেপ্টেম্বর

১২ ই সেপ্টেম্বর, ২০২৪

1 / 10

কাঠের কাঠামো ধসে নিচের কোন রাজার মৃত্যু হয়েছিল?

2 / 10

বলবন তার অভিযানের সময় নিচের কোন অঞ্চল দখল করতে সক্ষম হননি?

3 / 10

ইলতুৎমিশ নিচের কোন উপজাতির অন্তর্ভুক্ত ছিল?

4 / 10

মুহাম্মদ ঘোরি নিম্নলিখিত কোন আমলে পাঞ্জাব ও লাহোর জয় করেন?

5 / 10

গজনীর মাহমুদকে নিচের কোন ভাইয়ের সাথে উত্তরাধিকার সংক্ষিপ্ত যুদ্ধ করতে হয়েছিল?

6 / 10

মুহাম্মদ বিন কাসিম নিচের কোনটিকে ‘সোনার শহর’ বলে অভিহিত করেন?

7 / 10

নিচের কোন লেখক তারিখ-ই রশিদী লিখেছেন?

8 / 10

পরবর্তী চালুক্য শাসকদের মধ্যে কোনটির রাজদরবারে বিলহন ও জ্ঞানেশ্বর বিকাশ লাভ করেছিল?

9 / 10

নিচের মধ্যে কে আগ্রা দুর্গ নির্মাণ করেন?

10 / 10

মুঘল সম্রাটদের মধ্যে কে নিরক্ষর ছিলেন?

Your score is

The average score is 0%

0%

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।