১২ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১২ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

এশিয়ার কোন দেশ সম্প্রতি ‘আত্মহত্যা প্রতিরোধ নীতি’ প্রকাশ করেছে?
[A] আফগানিস্তান
[B] শ্রীলঙ্কা
[C] ভারত
[D] নেপাল

প্রশ্ন – ২

অরিত্তপট্টি কোন রাজ্যের প্রথম জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে?
[A] কেরালা
[B] তামিলনাড়ু
[C] তেলেঙ্গানা
[D] ওড়িশা

প্রশ্ন – ৩

সংবিধানের ৩২৪ অনুচ্ছেদে যে খবরে দেখা গেছে, তা কোন পদে নিয়োগের সাথে সম্পর্কিত?
[A] রাষ্ট্রপতি
[B] গভর্নর
[C] নির্বাচন কমিশনার
[D] সুপ্রিম কোর্টের বিচারপতি
প্রশ্ন - ৪ 
সাম্প্রতিক OECD রিপোর্ট অনুযায়ী, FY-23-এর জন্য ভারতের জন্য GDP পূর্বাভাস কী?
[A] ৬.১%
[B] ৬.৬%
[C] ৭.২%
[D] ৭.৫%

প্রশ্ন – ৫

কোন দেশ সম্প্রতি ভারতের সাথে তার মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) পাস করেছে?
[A] শ্রীলঙ্কা
[B] অস্ট্রেলিয়া
[C] ফ্রান্স
[D] জার্মানি

প্রশ্ন – ৬

কোন প্রতিষ্ঠান বৈশ্বিক সূচকে ভারতের র‌্যাঙ্কিংয়ের পতনের বিষয়ে একটি কার্যপত্র জারি করেছে?
[A] নীতি আয়োগ
[B] প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ
[C] অর্থনৈতিক বিষয় বিভাগ
[D] প্রশাসনিক সংস্কার ও জনঅভিযোগ বিভাগ

প্রশ্ন – ৭

অডিট মহাপরিচালকের ভূমিকা সৃষ্টিকারী প্রথম রাষ্ট্র কোনটি?
[A] ওড়িশা
[B] তামিলনাড়ু
[C] কেরালা
[D] রাজস্থান

প্রশ্ন – ৮

‘চিন-কুকি-মিজো নৃতাত্ত্বিক সম্প্রদায়’ কোন দেশের সাথে যুক্ত?
[A] চীন
[B] রাশিয়া
[C] বাংলাদেশ
[D] থাইল্যান্ড

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।