১২ই ফেব্রুয়ারী, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১২ই ফেব্রুয়ারী, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

ভারতের প্রথম মাল্টি-স্পোর্টস বিচ গেমস সম্প্রতি কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে?
[A] Lakshadweep
[B] Andaman & Nicobar Island
[C] Goa
[D] Daman & Diu

প্রশ্ন – ২

ISRO এবং মরিশাস রিসার্চ অ্যান্ড ইনোভেশন কাউন্সিল (MRIC) জড়িত মহাকাশ সহযোগিতার ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভা সাম্প্রতিক কী অনুমোদন দিয়েছে?
[A] Establishment of a joint research facility
[B] Launch of a manned mission to Mars
[C] MoU for Joint Small Satellite development
[D] Formation of an international space agency

প্রশ্ন – ৩

"SVAMITVA স্কিমের মাধ্যমে ল্যান্ড গভর্নেন্সে ডিজিটাল ট্রান্সফরমেশন ইনিশিয়েটিভস" এর জন্য উদ্ভাবন স্যান্ডবক্স উপস্থাপনায় কোন মন্ত্রণালয়কে মর্যাদাপূর্ণ 1ম পুরস্কার দেওয়া হয়েছে?
[A] Ministry of Panchayati Raj
[B] Ministry of Finance
[C] Ministry of External Affairs
[D] Ministry of Home Affairs

প্রশ্ন – ৪

‘বহুভুজা চতুর্ভঞ্জম’ সম্প্রতি খবরে দেখা গেছে, নিচের কোন প্রজাতির অন্তর্গত?
[A] Amphibians
[B] Plants
[C] Fungi
[D] Animals

প্রশ্ন – ৫

যক্ষগান, একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, নিচের কোন রাজ্যের অন্তর্গত?
[A] Andhra Pradesh
[B] Karnataka
[C] Kerala
[D] Bihar

প্রশ্ন – ৬

কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড (কেআরসিএল) নেটওয়ার্কের অধীনে অবস্থিত উডুপি রেলওয়ে স্টেশনটি সম্প্রতি কোন সরকারি প্রকল্পে পুনর্নির্মাণের জন্য অন্তর্ভুক্ত হয়েছে?
[A] Amrit Bharat Station Scheme (ABSS)
[B] Production-linked incentive (PLI) scheme
[C] National Rail Plan (NRP) for India – 2030
[D] Vikalp scheme

প্রশ্ন – ৭

কোন মহাকাশ সংস্থা সম্প্রতি চাঁদে তার প্রথম মোবাইল রোবোটিক মিশন, VIPER রোভার পরিচালনা করেছে?
[A] ISRO
[B] NASA
[C] ROSCOSMOS
[D] European Space Agency

প্রশ্ন – ৮

ভারতে কোন তারিখে ‘ভারতীয় সেনা দিবস’ পালন করা হয়?
[A] 16 January
[B] 14 January
[C] 12 January
[D] 15 January

প্রশ্ন – ৯

কোন খেলোয়াড় একদিনের আন্তর্জাতিক ম্যাচে দ্রুততম 7 উইকেট নেওয়া বোলার হয়েছেন?
[A] Keshav Maharaj
[B] Mohammed Siraj
[C] Wanindu Hasaranga
[D] Josh Hazlewood

প্রশ্ন – ১০

সম্প্রতি খবরে দেখা গেল আনামালাই টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
[A] Manipur
[B] Madhya Pradseh
[C] Rajasthan
[D] Tamil Nadu

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।