১২ই জুন, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১২ই জুন, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

প্রশ্ন – ১

কোন রাজ্য ‘গোধন ন্যায় যোজনা’ বাস্তবায়ন করে?
[A] Bihar
[B] Chhattisgarh
[C] Uttar Pradesh
[D] Assam

প্রশ্ন – ২

কোন এডটেক ফার্ম তার ডিজিভারসিটি প্ল্যাটফর্মের জন্য স্কিল ইন্ডিয়া মিশনের সাথে চুক্তি করেছে?
[A] Unacademy
[B] Byjus
[C] Teamlease
[D] Vedantu

প্রশ্ন – ৩

Perrotet's পর্বত সাপ ভারতের কোন ভৌগোলিক অঞ্চলে স্থানীয়?
[A] পশ্চিমঘাট
[B] হিমালয়
[C] গাঙ্গেয় সমভূমি
[D] থর মরুভূমি
প্রশ্ন - ৪ 
কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘ন্যাশনাল মেডিকেল ডিভাইস পলিসি, 2023’ প্রকাশ করেছে?
[A] Ministry of Defence
[B] Ministry of Health and Family Welfare
[C] Ministry of Women and Child Development
[D] Ministry of Social Justice and Empowerment

প্রশ্ন – ৫

লিপিজান, যা খবরে দেখা যায়, কোন প্রজাতির অন্তর্গত?
[A] Horse
[B] Dog
[C] Poultry
[D] Cat

প্রশ্ন – ৬

কোন দেশ 'উন্নয়নের রুট' নামে পরিচিত USD 17 বিলিয়ন প্রকল্প চালু করেছে?
[A] ইরাক
[B] ইরান
[C] সংযুক্ত আরব আমিরাত
[D] ইসরাইল

প্রশ্ন – ৭

বৃহত্তম ভারতীয় জাদুঘর কোনটি?
[A] Nizam’s Museum
[B] Salar Jung Museum
[C] AP state Archaeology Museum
[D] Indian Museum Kolkata

প্রশ্ন – ৮

নিচের মধ্যে কে তেলুগু ভাষায় প্রথম উপন্যাস লিখেছেন?
[A] বীরেসলিঙ্গম 
[B] ভেঙ্কটারত্নম পান্তুলু 
[C] গুরজাদা আপারাও 
[D] শ্রীশ্রী