১২ই মার্চ, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১২ই মার্চ, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল এবং উদ্বায়ী বিবর্তন (MAVEN) মহাকাশযান কোন মহাকাশ সংস্থার সাথে যুক্ত?
[A] ISRO
[B] NASA
[C] CAN
[D] JAXA

প্রশ্ন – ২

কোন হাইকোর্ট রায় দিয়েছিল যে 'মন্দিরের পুরোহিত নিয়োগে জাতপাতের কোনো ভূমিকা থাকবে না'?
[A] Madras High Court
[B] Delhi High Court
[C] Allahabad High Court
[D] Calcutta High Court

প্রশ্ন – ৩

কোন দেশ 2023 সালে SAFF চ্যাম্পিয়নশিপের আয়োজক হবে?
[A] Nepal
[B] India
[C] Sri Lanka
[D] Bangladesh

প্রশ্ন – ৪

কোন প্রতিষ্ঠান সেপ্টেম্বর থেকে সারা দেশে 10 মিলিয়ন ব্রাশলেস ডাইরেক্ট কারেন্ট মোটর (BLDC) ফ্যান স্থাপন করবে?
[A] BIS
[B] EESL
[C] NITI Aayog
[D] NASSCOM

প্রশ্ন – ৫

কোন কোম্পানি ভারতে Danske ব্যাঙ্কের আইটি সেন্টার কিনতে প্রস্তুত?
[A] HDFC Bank
[B] Infosys
[C] Axis Bank
[D] Tata Consultancy Services

প্রশ্ন – ৬

কোন ভারতীয় গলফার 'চেক লেডিস ওপেন' শিরোপা জিতেছেন?
[A] Aditi Ashok
[B] Diksha Dagar
[C] Pranavi Urs
[D] Amandeep Drall

প্রশ্ন – ৭

সম্প্রতি খবরে দেখা গেল ‘মুভইট’ কী?
[A] File transfer application
[B] Fitness App
[C] Technology hackathon
[D] Electric vehicle technology

প্রশ্ন – ৮

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক কাকে ‘পয়েন্টস অফ লাইট অনার’ দিয়ে ভূষিত করেছিলেন?
[A] Narendra Modi
[B] Rajnath Singh
[C] Rajindar Singh Dhatt
[D] Bipin Singh Rawat

প্রশ্ন – ৯

ন্যাশনাল ডিফেন্স মোবিলাইজেশন অফিস (NDMO) কোন দেশের সাথে যুক্ত?
[A] India
[B] China
[C] Japan
[D] Russia

প্রশ্ন – ১০

ডুরান্ড কাপের খবরে দেখা গেল কোন খেলার সঙ্গে যুক্ত?
[A] Cricket
[B] Hockey
[C] Football
[D] Basket ball

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।