১৪ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৪ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

IMF (জুলাই 2022) এর সাম্প্রতিক আপডেট অনুসারে, 2022-23 এর জন্য ভারতের বৃদ্ধির (Growth) পূর্বাভাস কী?
[A] ৬.৮%
[B] ৭.০%
[C] ৭.৪%
[D] ৮.০%

প্রশ্ন – ২

স্যার উইনস্টন চার্চিল লিডারশিপ অ্যাওয়ার্ড সম্প্রতি কোন নেতাকে প্রদান করা হয়েছে?
[A] জো বিডেন
[B] নরেন্দ্র মোদী
[C] ভলোডিমির জেলেনস্কি
[D] জেসিন্ডা আরডার্ন

প্রশ্ন – ৩

কোন দেশ 2024 সালের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ত্যাগ করার ঘোষণা দিয়েছে?
[A] চীন
[B] রাশিয়া
[C] USA
[D] ইসরাইল

প্রশ্ন – ৪

ভারত কোন সালে ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হয়েছে?
[A] 2023
[B] 2025
[C] 2027
[D] 2030

প্রশ্ন – ৫

সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী, ভারতে গত তিন বছরে কত বাঘ মারা গেছে?
[A] 29
[B] 129
[C] 329
[D] 529

প্রশ্ন – ৬

জাতিসংঘ-সমর্থিত সংস্থাগুলি জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হওয়া কোন শ্রেণীর লোককে রক্ষা করার জন্য প্রথম বৈশ্বিক নীতি কাঠামো জারি করেছে?
[A] বয়স্ক মানুষ
[B] শিশু
[C] শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী
[D] LGBTQ মানুষ

প্রশ্ন – ৭

প্রতি বছর ‘আন্তর্জাতিক বাঘ দিবস’ কবে পালিত হয়?
[A] ২৭ জুলাই
[B] ২৯ জুলাই
[C] ৩১ জুলাই
[D] ১৫ আগস্ট

প্রশ্ন – ৮

2022 কমনওয়েলথ গেমসে টিম ইন্ডিয়ার পতাকাবাহী হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে?
[A] মেরি কম
[B] পি ভি সিন্ধু
[C] নীরজ চোপড়া
[D] মীরাবাই চানু
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।