১৫ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৫ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন টেলিকম প্রদানকারী সাম্প্রতিক প্রকল্পটি সম্পাদন করে যার লক্ষ্য সমস্ত অনাবৃত গ্রামে 4G মোবাইল পরিষেবা প্রদান করা?
[A] ভারতী এয়ারটেল
[B] BSNL
[C] জিও
[D] Vi

প্রশ্ন – ২

ক্ষুদ্র রপ্তানিকারকদের সহায়তার জন্য বর্ধিত রপ্তানি ঋণ ঝুঁকি বীমা কভার প্রদানের জন্য কোন প্রতিষ্ঠান একটি নতুন প্রকল্প চালু করেছে?
[A] এলআইসি
[B] Export Credit Guarantee Corporation of India (ECGC)
[C] PFRDA
[D] IRDAI

প্রশ্ন – ৩

ভারতে কত বছরের ব্যবধানে কৃষি শুমারি পরিচালিত হয়?
[A] ২
[B] ৩
[C] 5
[D] 10

প্রশ্ন – ৪

কোন শিপইয়ার্ড ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী- Vikrant তৈরি করেছিল?
[A] কোচিন শিপইয়ার্ড
[B] Mazagon Dock Shipbuilders
[C] গার্ডেন রিচ শিপ বিল্ডার এবং ইঞ্জিনিয়াররা
[D] হিন্দুস্তান শিপইয়ার্ড

প্রশ্ন – ৫

তাডোবা টাইগার রিজার্ভ, যা বিশ্ব বাঘ দিবস উদযাপনের আয়োজন করেছিল, ভারতের কোন রাজ্যে অবস্থিত?
[A] সিকিম
[B] মহারাষ্ট্র
[C] গুজরাট
[D] অন্ধ্রপ্রদেশ

প্রশ্ন – ৬

কোন রাজ্য ভারতে প্রথমবারের মতো FIDE দাবা অলিম্পিয়াড আয়োজন করেছে?
[A] তামিলনাড়ু
[B] তেলেঙ্গানা
[C] মহারাষ্ট্র
[D] ওড়িশা

প্রশ্ন – ৭

ভারতীয় নৌবাহিনী সম্প্রতি কোন দেশ থেকে দুটি MH-60 R মাল্টিরোল হেলিকপ্টার পেয়েছে?
[A] রাশিয়া
[B] মার্কিন যুক্তরাষ্ট্র
[C] ইসরাইল
[D] ফ্রান্স

প্রশ্ন – ৮

চোমোলুংমা কোন দেশে অবস্থিত?
[A] ভারত
[B] নেপাল
[C] ভুটান
[D] তিব্বত
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।