১৫ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৫ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন প্যারা অ্যাথিলিট কে “Para Sports Person of the Year” পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে?
[A] Deepa Malik
[B] Avni Lekhra
[C] Bhavina Patel
[D] Devendra Jhajharia

প্রশ্ন – ২

নিম্নলিখিত কাকে “The Emissary of Peace Award” দিয়ে সম্মানিত হয়েছে?
[A] সদগুরু
[B] শ্রী শ্রী রবি শঙ্কর
[C] বিক্রম চৌধুরী
[D] গুরুময়ী চিড়বিলাসানান্দা

প্রশ্ন – ৩

“International Lusophone Festival” কোন ভারতীয় রাজ্যে আয়োজিত হয়েছে?
[A] গুজরাট
[B] গোয়া
[C] তামিলনাড়ু
[D] আসাম
প্রশ্ন - ৪ 
সম্প্রতি, কবে “International Day of Persons with Disabiliies” পালিত হয়?
[A] 2 ডিসেম্বর
[B] 3 ডিসেম্বর
[C] 4 ডিসেম্বর
[D] 5 ডিসেম্বর

প্রশ্ন – ৫

“ভারতীয় নৌবাহিনী দিবস” কবে পালিত হয়?
[A] 1 ডিসেম্বর
[B] 4 ডিসেম্বর
[C] 12 ডিসেম্বর
[D] 14 ডিসেম্বর

প্রশ্ন – ৬

নিম্নলিখিত কে “Weightlifting World Championships 2022” -এ স্বর্ণপদক জিতেছে?
[A] লক্ষীবাই
[B] মনীষা দেবী
[C] মীরাবাঈ চানু
[D] সীমা প্যাটেল

প্রশ্ন – ৭

ভারতের 77তম দাবা গ্র্যান্ডমাস্টার কে?
[A] আদিত্য মিত্তল
[B] রাহুল শ্রীবাস্তব
[C] প্রণব আনন্দ
[D] রাহুল সুব্রামনিয়াম

প্রশ্ন – ৮

সম্প্রতি, কে “National Statistical Commission” -এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন?
[A] দীনেশ প্রসাদ সাহা
[B] বিজেন্দর শর্মা
[C] রাজীভ লক্ষণ কারান্ডিকার
[D] জয়দেব মাথুর

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।