১৬ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৬ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

প্রধানমন্ত্রী মোদি কোন দিনটিকে ‘বিভাগের ভয়াবহ স্মরণ দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দিয়েছেন?
(A) 14 আগস্ট
(B) 15 আগস্ট
(C) 16 আগস্ট
(D) 13 আগস্ট

প্রশ্ন – ২

ট্রেনিং ফর অগমেন্টিং প্রোডাক্টিভিটি অ্যান্ড সার্ভিসেস (TAPAS) একটি অনলাইন পোর্টাল কোন মন্ত্রণালয় চালু করেছে?
(A) ইস্পাত মন্ত্রণালয়
(B) সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়
(C) ভোক্তা বিষয়ক মন্ত্রনালয়, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন
(D) সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়

প্রশ্ন – ৩

স্যাটেলাইট ফোনে সজ্জিত দেশের প্রথম কোন ভারতীয় জাতীয় উদ্যানের নাম বলুন?
(A) মানস জাতীয় উদ্যান
(B) জিম করবেট জাতীয় উদ্যান
(C) কাজিরাঙ্গা জাতীয় উদ্যান
(D) গির জাতীয় উদ্যান

প্রশ্ন – ৪

সম্প্রতি সরকার শহুরে স্ব-সহায়ক গোষ্ঠী (SHG) পণ্যগুলির বিপণনের জন্য ব্র্যান্ড নাম এবং লোগো চালু করেছে৷ এই পণ্যগুলির কোন ব্র্যান্ডের নাম দেওয়া হয়েছে?
(A) সোনচিরাইয়া
(B) নীলকান্ত
(C) সরস
(D) গৌরাইয়া

প্রশ্ন – ৫

রামসার সাইটের তালিকায় ভারতের চারটি নতুন জলাভূমি যুক্ত হয়েছে। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি এই জলাভূমিগুলির অবস্থানের ক্ষেত্রে সত্য নয়?
(A) থোল, গুজরাট
(B) সুলতানপুর, উত্তরপ্রদেশ
(C) ওয়াধওয়ানা, গুজরাট
(D) ভিন্দাবাস, হরিয়ানা

প্রশ্ন – ৬

দেশীয় গবাদি পশুর বিশুদ্ধ জাতের সংরক্ষণের জন্য ভারতের প্রথম ক্যাটল জিনোমিক চিপের নাম কী?
(A) ভারগৌ 
(B) গৌধাম
(C) ইন্দিগাও 
(D) গৈলোক

প্রশ্ন – ৭

ভারতের প্রথম ড্রোন ফরেনসিক ল্যাব এবং গবেষণা কেন্দ্র কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে?
(A) তামিলনাড়ু
(B) মহারাষ্ট্র
(C) গুজরাট
(D) কেরালা

প্রশ্ন – ৮

মহামারী সম্ভাবনা সহ ভবিষ্যতে উদীয়মান প্যাথোজেনগুলির উত্থান অধ্যয়নের জন্য WHO দ্বারা তৈরি নতুন উপদেষ্টা দলের নাম কী?
(A) SAGO
(B) TAHO
(C) HALO
(D) PEARL
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।