১৭ই মার্চ, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৭ই মার্চ, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন সংস্থার জন্য একটি 'নমনীয় অর্থায়নের জন্য নতুন পুনঃপূরণ প্রক্রিয়া' প্রস্তাব করা হয়েছে?
[A] WHO
[B] NSIL
[C] DRDO
[D] NITI Aayog

প্রশ্ন – ২

কোন কোম্পানি কোলাবা-বান্দ্রা-SEEPZ মেট্রোর লাইন 3, মুম্বাইয়ের প্রথম সম্পূর্ণ ভূগর্ভস্থ করিডোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে?
[A] Delhi Metro Rail Corporation
[B] Mumbai Metro Rail Corporation
[C] Chennai Metro Rail Corporation
[D] Kolkata Metro Rail Corporation

প্রশ্ন – ৩

কোন রাজ্য সরকার ‘নমো চাষী মহাসম্মান যোজনা’ চালু করেছে?
[A] Andhra Pradesh
[B] Maharashtra
[C] Madhya Pradesh
[D] Karnataka

প্রশ্ন – ৪

কোন প্রতিষ্ঠান ‘লাইটওয়েট পেমেন্ট সিস্টেম’ ধারণা করেছে?
[A] NPCI
[B] RBI
[C] NASSCOM
[D] NITI Aayog

প্রশ্ন – ৫

কোন প্রতিষ্ঠান বিনিয়োগকারী সুরক্ষা তহবিল (IPF) এবং বিনিয়োগকারী পরিষেবা তহবিলের (ISF) জন্য নির্দেশিকা প্রকাশ করেছে?
[A] RBI
[B] SEBI
[C] PFRDA
[D] NITI Aayog

প্রশ্ন – ৬

'রিসেপ তাইয়্যেপ এরদোগান' কোন দেশের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন?
[A] Myanmar
[B] Afghanistan
[C] Turkiye
[D] Greece

প্রশ্ন – ৭

কোন শহর ‘ইন্ডিয়া-ইইউ গ্লোবাল গেটওয়ে কনফারেন্স’ আয়োজন করেছে?
[A] Guwahati
[B] Shillong
[C] Kolkata
[D] Itanagar

প্রশ্ন – ৮

‘মানব স্বাস্থ্যের ওপর রাসায়নিক, বর্জ্য ও দূষণের প্রভাবের খসড়া রেজোলিউশন’ কোন প্রতিষ্ঠান গ্রহণ করেছে?
[A] WHO
[B] World Bank
[C] WEF
[D] IMF

প্রশ্ন – ৯

কোন দেশ সম্প্রতি প্রবিধানকে সহজ করার জন্য ‘ড্রাফ্ট এয়ারক্রাফ্ট বিল, 2023’ প্রস্তাব করেছে?
[A] India
[B] Afghanistan
[C] Bangladesh
[D] Sri Lanka

প্রশ্ন – ১০

কোন শব্দটি সেই ঘটনাকে বোঝায় যখন প্রচলন থাকা মুদ্রা যখন ডিজিটাল পেমেন্ট বাড়ছে তখন?
[A] Currency Demand Paradox
[B] Digital Demand Paradox
[C] Bank Note Paradox
[D] Finance Paradox

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।