১৭ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৭ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন (GSMA) এর ডেপুটি চেয়ার হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
(a) গোবিন্দ জিন্দাল
(b) সৌরব বিষ্ট
(c) গিরিশ অরোরা
(d) গোপাল ভিট্টল

প্রশ্ন – ২

ফোর্বসের ওয়ার্ল্ডস ফিস্ট এমপ্লয়ার্স র্যাঙ্কিং 2022 অনুসারে, কোন গ্রূপ ভারতের সেরা নিয়োগকর্তা এবং বিশ্বব্যাপী কাজ করার জন্য 20তম সেরা কোম্পানি৷
(a) HDFC ব্যাঙ্ক
(b) বাজাজ
(c) আদিত্য বিড়লা গ্রুপ
(d) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

প্রশ্ন – ৩

প্রমোদ ভগত এবং মনীষা রামদাস BWF প্যারা-ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2022-এ এককভাবে স্বর্ণপদক জিতেছেন। BWF প্যারা-ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2022 কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?
(a) নয়াদিল্লি
(b) বার্লিন
(c) প্যারিস
(d) টোকিও
প্রশ্ন - ৪ 
LIC খোলা বাজার লেনদেনের মাধ্যমে _____________ মূল্যের শেয়ার অধিগ্রহণ করে অতিরিক্ত 2 শতাংশ শেয়ার কিনে ভোল্টাসে তার শেয়ারহোল্ডিং বাড়িয়েছে।
(a) টাকা 535 কোটি
(b) টাকা 635 কোটি
(c) টাকা 735 কোটি
(d) টাকা 835 কোটি

প্রশ্ন – ৫

নিচের কোন ব্যাঙ্ক নাগাল্যান্ড রাজ্যে 1000 উদ্যোক্তাদের অর্থায়নে সাহায্য করার জন্য বিজনেস অ্যাসোসিয়েশন অফ নাগাস (BAN) এর সাথে অংশীদারিত্ব করেছে?
(a) ইন্ডিয়ান ব্যাঙ্ক
(b) Axis Bank
(c) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(d) HDFC ব্যাঙ্ক

প্রশ্ন – ৬

ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (BEE) 2022 সালের নভেম্বরে MSME-এর জন্য শক্তি দক্ষতা অর্থায়নের প্রচার করতে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে অংশীদারিত্ব করেছে?
(a) SIDBI
(b) SEBI
(c) IRDAI
(d) আরবিআই

প্রশ্ন – ৭

জাতীয় আইনি পরিষেবা দিবস প্রতি বছর 9 ই নভেম্বর আইনী পরিষেবা কর্তৃপক্ষ আইন, ________ এর সূচনা উদযাপনের জন্য চিহ্নিত করা হয়।
(a) 1983
(b) 1984
(c) 1985
(d) 1986

প্রশ্ন – ৮

শিবনারায়ণ চন্দরপল, শার্লট এডওয়ার্ডস, আব্দুল কাদির _______-এ অন্তর্ভুক্ত
(a) ICC হল অফ ফেম
(b) স্যার গারফিল্ড সোবার্স ট্রফি
(c) আইসিসি স্পিরিট অফ ক্রিকেট
(d) বছরের ফ্যানের মুহূর্ত
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।