১৭ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৭ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

ভারত কত সালে “G20 Leaders’ Summit” -এর আয়োজন করবে?
[A] 2022
[B] 2023
[C] 2024
[D] 2025

প্রশ্ন – ২

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15-16 সেপ্টেম্বর তারিখে SCO Summit -এ অংশগ্রহন করেছেন। এটি কোন দেশে আয়োজিত হয়েছে?
[A] ভারত
[B] চীন
[C] নেপাল
[D] উজবেকিস্তান

প্রশ্ন – ৩

সম্প্রতি, World Suicide Prevention Day (WSPD) কবে পালিত হয়েছে?
[A] 9 সেপ্টেম্বর
[B] 10 সেপ্টেম্বর
[C] 11 সেপ্টেম্বর
[D] 8 সেপ্টেম্বর

প্রশ্ন – ৪

Himalayan Diwas 2022 -এর থীম কী?
[A] Sab ka Himalaya
[B] The Himalayas will be safe only when the interests of its residents are protected
[C] The Himalayas and the Nature
[D] Contribution to the Himalayas And Our Responsibilities

প্রশ্ন – ৫

প্রতিবছর কবে “World Eve Day” পালিত হয়?
[A] 7 সেপ্টেম্বর
[B] 8 সেপ্টেম্বর
[C] 9 সেপ্টেম্বর
[D] 10 সেপ্টেম্বর

প্রশ্ন – ৬

ইউনাইটেড কিংডোম -এর নতুন রাজা  নিযুক্ত হয়েছেন?
[A] Prince Edward
[B] Prince Charles III
[C] Prince William
[D] Prince Andrew

প্রশ্ন – ৭

United Nations Human Rights (UNHR) -এর নতুন চীফ কে নিযুক্ত হয়েছেন?
[A] Zeid Raad Al Hussein
[B] Mary Robinson
[C] Michelle Bachelet Jeria
[D] Volker Turk

প্রশ্ন – ৮

সম্প্রতি, 9 সেপ্টেম্বর তারিখে কে “Pradhan Mantri TB Mukti Bharat Abhiyaan” লঞ্চ করেছেন?
[A] প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
[B] উপ-রাষ্ট্রপতি জগদ্বীপ ধনকর
[C] স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
[D] রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।