১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ এর মধ্যে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আমাদের চারিপাশে প্রতিদিন নিত্য নতুন কিছু ঘটে চলেছে যার পুরোটা আমাদের মনে রাখা একটু কষ্ট দায়ক হয়ে ওঠে আমাদের জন্য, সেই সম্যসার সমাধান করতে আমরা আপনাদের সামনে প্রতিদিন নিয়ে আসছি নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স। আপনাদের চাকরির পরীক্ষার জন্য এই প্রচেষ্টা আশাকরি আপনাদের কাজে লাগবে। চলুন দেখে নেয়া যাক ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ নতুন আপডেট।

১৮ ই সেপ্টেম্বর

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪

1 / 10

কোন এলাকা সেলুকাস নিকেটর চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে আত্মসমর্পণ করেননি?

2 / 10

হাইডাস্পেসের বিখ্যাত যুদ্ধ আলেকজান্ডার এবং নিম্নলিখিত কোন ভারতীয় শাসকের মধ্যে হয়েছিল?

3 / 10

খ্রিস্টপূর্ব 6 ষ্ঠ শতাব্দীতে ধনী কৃষকদের কি বলা হত?

4 / 10

খ্রিস্টপূর্ব 6 ষ্ঠ শতাব্দীতে ভারতের উত্তরাঞ্চলের দিকে প্রধান আন্ত-আঞ্চলিক পথটিকে কী বলা হত?

5 / 10

নিচের মধ্যে কে বুদ্ধচরিত্র রচনা করেন?

6 / 10

আর্য উপজাতি কি নামে পরিচিত ছিল?

7 / 10

বেশির ভাগ সিন্ধু পুঁতি দিয়ে তৈরি ছিল?

8 / 10

কোন সাইটটি হরপ্পান পর্বের শেষের দিকে ঝাঙ্গার সংস্কৃতি দেখায়?

9 / 10

নিচের কোন স্থানে ভারতে মানুষের আদি নিদর্শন পাওয়া যায়?

10 / 10

প্রাচীন ভারতের নিচের কোন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র কল্যাণাকে ভেঙ্গির সাথে সংযোগকারী বাণিজ্য পথে ছিল?

Your score is

The average score is 0%

0%

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।