১৯ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৯ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

নিম্নলিখিত কে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন?
[A] Eden Hazard
[B] Roger Federer
[C] Arnoldo
[D] Ellen Paul

প্রশ্ন – ২

National Dairy Development Board (NDDB) -এর নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] দীনেশ প্রাসাদ মীনা
[B] গৌতম সিংহ মরাবি
[C] মীনেশ সি শাহ
[D] শৈলেন্দ্র কুমার সিং

প্রশ্ন – ৩

সম্প্রতি, 12 ডিসেম্বর -এ সুপ্রিম কোর্টের নতুন জজ নিযুক্ত হয়েছেন?
[A] আব্দুল নাজীর
[B] দীপঙ্কর দত্ত
[C] সঞ্জীব শর্মা
[D] কে. এম জোসেফ
প্রশ্ন - ৪ 
Indian Olympic Association (IOA) – এর প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হয়েছেন?
[A] পিভি সিন্ধু 
[B] সানিয়া মির্জা
[C] সাইনা নেহওয়াল
[D] পিটি উষা

প্রশ্ন – ৫

সম্প্রতি কবে “International Mountain Day 2022” পালিত হয়েছে?
[A] 9 ডিসেম্বর
[B] 10 ডিসেম্বর
[C] 11 ডিসেম্বর
[D] 8 ডিসেম্বর

প্রশ্ন – ৬

Arton Capital দ্বারা প্রকাশিত “Passport Index 2022” -এ কোন দেশ শীর্ষে রয়েছে? 
[A] UK
[B] USA
[C] UAE
[D] India

প্রশ্ন – ৭

প্রতিবছর কবে “Nobel Prize Day” পালিত হয়?
[A] 9 ডিসেম্বর
[B] 10 ডিসেম্বর
[C] 11 ডিসেম্বর
[D] 12 ডিসেম্বর

প্রশ্ন – ৮

সম্প্রতি, 12 ডিসেম্বর -এ কে গুজরাটের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন?
[A] জেপি নাড্ডা
[B] বিজয় রূপানি
[C] আনন্দিবেন পায়েল
[D] ভূপেন্দ্র প্যাটেল

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।