১৯ই মে, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৯ই মে, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

'United Nations Conference on the Environment' (স্টকহোম সম্মেলন) কত সালে আয়োজিত হয়?
[A] 1964
[B] 1972
[C] 1986
[D] 1992

প্রশ্ন – ২

কোন প্রতিষ্ঠান আইপিপিবি পোস্টম্যান এবং ব্যাঙ্কিং সংবাদদাতাদের আধার পরিষেবার জন্য প্রশিক্ষণ প্রদান করে?
[A] Ministry of Electronics and IT
[B] UIDAI
[C] NASSCOM
[D] C-DAC

প্রশ্ন – ৩

বিলাসবহুল ক্রুজ লাইনার "সম্রাজ্ঞী" কোন রাজ্য/UT থেকে ফ্ল্যাগ অফ করা হয়েছে?
[A] Kerala
[B] Maharashtra
[C] Tamil Nadu
[D] Gujarat

প্রশ্ন – ৪

'বাইখো উৎসব' প্রধানত ভারতের কোন রাজ্যে পালিত হয়?
[A] Uttar Pradesh
[B] Punjab
[C] Assam
[D] Maharashtra

প্রশ্ন – ৫

কোন সংস্থা 75 কিলোমিটার দীর্ঘ একটানা পাড়া লেনের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে?
[A] BRO
[B] NHAI
[C] Indian Army
[D] L & T Construction

প্রশ্ন – ৬

'খির ভাওয়ানি মেলা' ভারতের কোন রাজ্যে পালিত হয়?
[A] Karnataka
[B] Jammu and Kashmir
[C] Bihar
[D] Jharkhand

প্রশ্ন – ৭

কেন্দ্রীয় মন্ত্রিসভা বায়োমেডিকেল সরঞ্জাম এবং প্রযুক্তির ক্ষেত্রে কোন দেশের সাথে এমওইউ স্বাক্ষরের অনুমোদন দিয়েছে?
[A] Japan
[B] France
[C] USA
[D] Australia

প্রশ্ন – ৮

কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘জিওস্পেশিয়াল সেলফ সার্টিফিকেশন পোর্টাল’ চালু করেছে?
[A] Ministry of Science and Technology
[B] Ministry of Jal Shakti
[C] Ministry of Housing and Urban Affairs
[D] Ministry of Earth Sciences

প্রশ্ন – ৯

‘বায়োটেক স্টার্টআপ এক্সপো – 2022’ এর ভেন্যু কোনটি, যেটি ভারতের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন?
[A] Bengaluru
[B] New Delhi
[C] Pune
[D] Kochi

প্রশ্ন – ১০

'জাতি গঠন ও কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস (CPSEs)' নিয়ে মেগা প্রদর্শনী কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
[A] New Delhi
[B] Gandhi Nagar
[C] Lucknow
[D] Indore

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।