১৯ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৯ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

সঞ্জয় সেন্টার ফর এডুকেশন, পোরভোরিমের মনোহর পারিকর মেমোরিয়াল হলে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে কে পার্পল ফেস্টের লোগো লঞ্চ করেছে?
(a) নরেন্দ্র মোদী
(b) রাজনাথ সিং
(c) অমিত শাহ
(d) প্রমোদ সাওয়ান্ত

প্রশ্ন – ২

বিচারপতি ধনঞ্জয়া যশবন্ত (ডিওয়াই) চন্দ্রচূড় ভারতের _______ প্রধান বিচারপতি (সিজেআই) হিসাবে শপথ নিয়েছেন।
(a) 48 তম
(b) 49তম
(c) 50তম
(d) 51 তম

প্রশ্ন – ৩

আন্তর্জাতিক কন্নড় রথনা পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে?
(a) জয়থমিকা লক্ষ্মী
(b) যদুরায় ওয়াদেয়ার
(c) ত্রিশিকা কুমারী দেবী
(d) ওয়াইকেসি ওয়াদিয়ার
প্রশ্ন - ৪ 
বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য বিজ্ঞান দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয়?
(a) 09 নভেম্বর
(b) 10 নভেম্বর
(c) 11 নভেম্বর
(d) 07 নভেম্বর

প্রশ্ন – ৫

2022 সালের শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবসের থিম কী?
(a) STI এর ভবিষ্যৎ: শিক্ষার দক্ষতা এবং কাজের উপর প্রভাব
(b) বিজ্ঞানে নারী
(c) একটি টেকসই ভবিষ্যতের জন্য বিজ্ঞান
(d) টেকসই উন্নয়নের জন্য মৌলিক বিজ্ঞান

প্রশ্ন – ৬

Forbes 2022 Asia’s Power Businesswomen তালিকা অনুযায়ী, এশিয়া-প্যাসিফিক অঞ্চল জুড়ে ব্যবসায় 20 জন অসামান্য মহিলাকে সম্মানিত করা হয়েছে। নিচের মধ্যে কার নাম ভারত থেকে এসেছে?
(a) সোমা মণ্ডল
(b) ভানি কোলা
(c) ফাল্গুনী নায়ার
(d) সাবিত্রী জিন্দাল

প্রশ্ন – ৭

ভারতের প্রথম বেসরকারি খাতের রকেট বিক্রম-এস, নিচের কোন মহাকাশ প্রযুক্তি কোম্পানি তৈরি করেছিল?
(a) অগ্নিকুল কসমস
(b) বেলাট্রিক্স এরোস্পেস
(c) ধ্রুব স্থান
(d) স্কাইরুট অ্যারোস্পেস

প্রশ্ন – ৮

COP 27-এ ভারত ম্যানগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেট (MAC)-এ যোগ দিয়েছে, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম সংলগ্ন ম্যানগ্রোভ বন?
(a) ভিতরকণিকা ম্যানগ্রোভ বন
(b) সুন্দরবন সংরক্ষিত বন
(c) পিচাভারম ম্যানগ্রোভ ফরেস্ট
(d) বারাতাং দ্বীপ ম্যানগ্রোভ বন
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।