১লা আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি  ১লা আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন পূর্ব ভারতীয় ক্রিকেটার ‘ICC Cricket Committee’ -তে নিযুক্ত হয়েছেন?
[A] ভিভিএস লক্ষণ
[B] অনিল কুম্বলে
[C] বিরেন্দ্র সেহওয়াগ
[D] জাভাগাল শ্রীনাথ

প্রশ্ন – ২

কোন দেশ “SCO Foreign Ministers Meeting” -এর আয়োজন করবে?
[A] Tajikistan
[B] Kazakhstan
[C] Uzbekistan
[D] Kyrgyzstan

প্রশ্ন – ৩

কোন দেশ “ICC Women’s ODI World Cup 2025” -এর আয়োজন করবে?
[A] দক্ষিণ আফ্রিকা 
[B] বাংলাদেশ
[C] ভারত
[D] শ্রীলংকা

প্রশ্ন – ৪

দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেছেন?
[A] 12তম
[B] 13তম
[C] 14তম
[D] 15তম

প্রশ্ন – ৫

সম্প্রতি, কে World Bank -এ মুখ্য অর্থনীতিবিদ পদে নিযুক্ত হয়েছেন?
[A] জয়দেব কুমার
[B] ইন্দরমীত গিল
[C] লক্ষিনারায়ণ সিং
[D] দেবনাথ ভারতী

প্রশ্ন – ৬

নিম্নলিখিত কোন চলচিত্র নির্মাতাকে ‘Jesse Daniels Award 2022’ – দিয়ে সম্মানিত করা হয়েছে? 
[A] অম্বরদীপ সিং
[B] জগদ্বীপ সিঁধু
[C] পুত্তানা কানাগালি
[D] কেপি কুমারান

প্রশ্ন – ৭

সম্প্রতি, কে Paytm Payments Services Limited -এর CEO পদে নিযুক্ত হয়েছেন?
[A] আদর্শ রাও
[B] নকুল জৈন
[C] দীনেশ সাহু
[D] রাঘবেন্দ্র জৈন

প্রশ্ন – ৮

সম্প্রতি, কে ‘French Grand Prix Title 2022’ খেতাব জিতেছে?
[A] Lewis Hamilton
[B] Max Verstappen
[C] Fernando Alonso
[D] Valtteri Bottas
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।