১লা ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১লা ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

“World Tsunami Awareness Day 2022” -এর থিম কি?
[A] Reduce the Number of Affected People
[B] Reducing Economic Losses
[C] Get To High Ground
[D] Early Warning and Early Action Before Every Tsunami

প্রশ্ন – ২

সম্প্রতি, কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘Mother Tongue Survey of India (MTSI)” সম্পন্ন করেছে?
[A] শিক্ষা মন্ত্রক
[B] স্বরাস্ট্র মন্ত্রক
[C] সংস্কৃতি মন্ত্রক
[D] বিদেশ মন্ত্রক

প্রশ্ন – ৩

নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে  ‘National Florence Nightingale Awards’ যুক্ত?
[A] বিজ্ঞান ও প্রযুক্তি
[B] শিল্প ও সংস্কৃতি
[C] নার্সিং
[D] অর্থনীতি
প্রশ্ন - ৪ 
সম্প্রতি, কবে “World Radiography Day” পালিত হয়?
[A] 8 নভেম্বর
[B] 9 ডিসেম্বর
[C] 6 নভেম্বর
[D] 10 ডিসেম্বর

প্রশ্ন – ৫

“National Legal Services Day” কবে পালিত হয়?
[A] 9 নভেম্বর
[B] 10 ডিসেম্বর
[C] 11 নভেম্বর
[D] 12 ডিসেম্বর

প্রশ্ন – ৬

Law Commission of India (LCI) -এর চেয়ারপার্সন পদে কে নিযুক্ত হয়েছে?
[A] অরবিন্দ কুমার
[B] পি. ভি সঞ্জয় কুমার
[C] অরূপ কুমার গোস্বামী
[D] ঋতুরাজ অবস্থি 

প্রশ্ন – ৭

“উত্তরাখন্ড” কত সালে রাজ্যের তকমা পায়?
[A] 2000 সালে
[B] 2001 সালে
[C] 2002 সালে
[D] 2004 সালে

প্রশ্ন – ৮

কোন রাজ্যে “Rising Sun Water Fest 2022” আয়োজিত হয়?
[A] আসাম
[B] পশ্চিমবঙ্গ 
[C] গুজরাট
[D] মেঘালয়
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।