০১লা জুন, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ০১লা জুন, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

'জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস' ভারতে 11 এপ্রিল কোন ব্যক্তিত্বের জন্মবার্ষিকীতে পালিত হয়?
[A] Mother Teresa
[B] Kasturba Gandhi
[C] Indira Gandhi
[D] Annie Besant

প্রশ্ন – ২

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA) কোন রাজ্যকে 3,800 কোটি টাকার প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য অবকাঠামো উন্নত করতে অর্থায়ন করবে?
[A] West Bengal
[B] Assam
[C] Odisha
[D] Telangana

প্রশ্ন – ৩

2026 কমনওয়েলথ গেমসের আয়োজক কোন দেশ?
[A] France
[B] Australia
[C] China
[D] Russia

প্রশ্ন – ৪

ভগবান মহাবীর জৈন ধর্মের ______তম তীর্থঙ্কর ছিলেন?
[A] 24
[B] 18
[C] 12
[D] 6

প্রশ্ন – ৫

প্রত্যন্ত অঞ্চলে কভারেজ নিশ্চিত করতে কোন প্রতিষ্ঠানে ‘ই-সঞ্জীবনী’ সুবিধা চালু করা হবে?
[A] Ayushman Bharat-Health and Wellness Centres
[B] Urban Primary Health Centres
[C] District Hospitals
[D] AIIMS Hospitals

প্রশ্ন – ৬

খবরে দেখা গেছে চেন্নাকেশব মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত?
[A] Tamil Nadu
[B] Karnataka
[C] Kerala
[D] Odisha

প্রশ্ন – ৭

ভারতের কোন রাজ্য FIH হকি পুরুষদের বিশ্বকাপ 2023-এর আয়োজক?
[A] Tamil Nadu
[B] Odisha
[C] New Delhi
[D] Haryana

প্রশ্ন – ৮

খবরে দেখা যে ‘বিষ বিল’ কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?
[A] Pharmaceutical Industry
[B] Food Safety
[C] Acquisition of Company
[D] Virology

প্রশ্ন – ৯

Shenzhou-13 কোন দেশের দীর্ঘতম ক্রুড স্পেস মিশন?
[A] China
[B] India
[C] USA
[D] UAE

প্রশ্ন – ১০

এক্টিনিমেনেস কোয়াস, যেটি খবরে দেখা গেছে, তা কি নতুন ……… প্রজাতি?
[A] Frog
[B] Shrimp
[C] Butterfly
[D] Crab

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।