১লা অক্টোবর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১লা অক্টোবর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন রাজ্য বিধানসভা একদিনের অধিবেশন মহিলা সদ্যসদের জন্য রিজার্ভ করেছে??
[A] উত্তরপ্রদেশ
[B] মহারাষ্ট্র
[C] কর্ণাটক
[D] তামিলনাড়ু

প্রশ্ন – ২

International Red Panda Day – প্রতিবছর সেপ্টেম্বর মাসের কবে পালিত হয়?
[A] প্রথম শনিবার
[B] দ্বিতীয় শনিবার
[C] তৃতীয় শনিবার
[D] চতুর্থ শনিবার

প্রশ্ন – ৩

সম্প্রতি, প্রয়াত রাজু শ্রীবাস্তব (58) কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন?
[A] গায়ক
[B] চলচিত্র নির্দেশক
[C] লেখক
[D] কমেডিয়ান

প্রশ্ন – ৪

ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বিদেশমন্ত্রীদের বৈঠক কোন দেশে অনুষ্ঠিত হল?
[A] ভারত
[B] ফ্রান্স
[C] জাপান 
[D] UAE

প্রশ্ন – ৫

“International Day of Peace” কবে পালিত হয়?
[A] 17 সেপ্টেম্বর
[B] 19 সেপ্টেম্বর
[C] 21 সেপ্টেম্বর
[D] 23 সেপ্টেম্বর

প্রশ্ন – ৬

অস্কার 2023-এ ভারতের অফিসিয়াল প্রবেশ হিসাবে কোন চলচিত্রকে নির্বাচন করা হয়েছে?
[A] Shyam Singha Roy
[B] RRR
[C] Chhello Show
[D] The Kashmir Files

প্রশ্ন – ৭

Astana -কে কোন রাজ্যের নতুন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে?
[A] Kazakhstan
[B] Uzbekistan
[C] Turkmenistan
[D] Tajikistan

প্রশ্ন – ৮

কোন দেশ “Women Asia Cup 2022” হোস্ট করবে?
[A] ভারত
[B] সংযুক্ত আরব আমিরাত
[C] বাংলাদেশ
[D] নেপাল
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।