২০ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২০ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

Hurun Global 500 Valuable Companies -এর তালিকায় ভারতের অবস্থান কত?
[A] 3তম
[B] 5তম
[C] 7তম
[D] 9তম

প্রশ্ন – ২

সম্প্রতি, কে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েছেন?
[A] ভূপেন্দ্র প্যাটেল
[B] শিবরাজ সিং
[C] প্রমোদ সাওয়ান্ত
[D] সুখবিন্দর সিং সুখু

প্রশ্ন – ৩

সম্প্রতি, কবে “International Day of Neutrality” পালিত হয়েছে?
[A] 10 ডিসেম্বর
[B] 11 ডিসেম্বর
[C] 12 ডিসেম্বর
[D] 13 ডিসেম্বর
প্রশ্ন - ৪ 
কোন রাজ্যকে “TB” নিয়ন্ত্রণ কর্মসূচীর জন্য পুরুস্কৃত করা হয়েছিল?
[A] মনিপুর
[B] ত্রিপুরা
[C] পশ্চিমবঙ্গ 
[D] মেঘালয়

প্রশ্ন – ৫

প্রতিবছর কবে “UNICEF Day” পালিত হয়?
[A] 9 ডিসেম্বর
[B] 11 ডিসেম্বর
[C] 13 ডিসেম্বর
[D] 15 ডিসেম্বর

প্রশ্ন – ৬

RBI দেশের সঙ্গে “Currency Swap Agreement” স্বাক্ষর করেছে?
[A] শ্রীলংকা
[B] মালদ্বীভ 
[C] বাংলাদেশ
[D] জার্মানি

প্রশ্ন – ৭

নিম্নলিখিত কে “Peru Para-Badminton International” -এ স্বর্ণ পদক জিতেছে? জিতেছে?
[A] সুনীল গুপ্তা
[B] সুকান্ত কদম
[C] সুশান্ত মালহোত্রা
[D] সিদ্ধার্ত কুন্ডু

প্রশ্ন – ৮

কোন রাজ্যের “Mopa Intenatinal Airport” -এর পরিবর্তন করে “Manohar Parrikar International Airport” করা হয়েছে?
[A] মিজোরাম
[B] গোয়া
[C] আসাম 
[D] কর্ণাটক

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।