২২ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২২ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (AIRIA) ঘোষণা করেছে যে এটি ______ কে তার সভাপতি নির্বাচিত করেছে।
(a) সঞ্জয় কুমার
(b) রমেশ কেজরিওয়াল
(c) শংকর গোলা
(d) জগদীশ গুপ্ত

প্রশ্ন – ২

নিচের কোন দল কলকাতার ইডেন গার্ডেনে সৈয়দ মুশতাক আলী T20 ট্রফির শিরোপা জিতেছে?
(a) হিমাচল প্রদেশ
(b) তামিলনাড়ু
(c) কর্ণাটক
(d) মুম্বাই

প্রশ্ন – ৩

কে তার 2018 সালের উপন্যাস 'হাম ইয়াহান দ্য'-এর জন্য 31তম বিহারী পুরস্কার 2021 তে ভূষিত হয়েছেন?
(a) তাবিশ খায়ের
(b) মধু কাঙ্করিয়া
(c) অমিতাভ কুমার
(d) গুঞ্জেশ বন্ড
প্রশ্ন - ৪ 
কে তার 2015 সালের সাহিত্য সমালোচনা বই 'পাচরাং চোলা পাহাড় সখী রি'-এর জন্য 32 তম বিহারী পুরস্কার 2022 তে ভূষিত হয়েছেন?
(a) আচার্য রামলোচন শরণ
(b) কুমার বংশী
(c) রমন প্রসাদ সিনহা
(d) ডাঃ মাধব হাদা

প্রশ্ন – ৫

আধুনিক নির্বাচন বিজ্ঞানের জনক, যিনি সম্প্রতি মারা গেছেন তার নাম বলুন।
(a) এডউইন হেন্ডারসন
(b) চার্লস উইলিয়াম মিলার
(c) জিম ডাউনিং
(d) স্যার ডেভিড বাটলার

প্রশ্ন – ৬

নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি রাজ্যে 10 নভেম্বর 2022 কে 'মিলেট দিবস' হিসাবে পালন করেছে?
(a) ওড়িশা
(b) বিহার
(c) রাজস্থান
(d) উত্তর প্রদেশ

প্রশ্ন – ৭

নিচের কোনটি অর্থনৈতিক সংকট মোকাবেলায় বাংলাদেশের জন্য 4.5 বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে?
(a) বিশ্বব্যাংক
(b) এশীয় উন্নয়ন ব্যাংক
(c) AIIB
(d) IMF

প্রশ্ন – ৮

নিচের কোন দল কলকাতার ইডেন গার্ডেনে সৈয়দ মুশতাক আলী T20 ট্রফির শিরোপা জিতেছে?
(a) হিমাচল প্রদেশ
(b) তামিলনাড়ু
(c) কর্ণাটক
(d) মুম্বাই
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।