২৩ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৩ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

Governing Council meeting of NITI Aayog – এ কে সভাপতিত্ব করেন?
[A] ভারতের রাষ্ট্রপতি
[B] ভারতের প্রধানমন্ত্রী
[C] কেন্দ্রীয় অর্থ মন্ত্রী 
[D] নীতি আয়োগের কার্যকরী নিৰ্বাহক (CEO)

প্রশ্ন – ২

সম্প্রতি, কে International Chess Federation (FIDE)-এর ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন?
[A] গিরিশ চন্দ্র পান্ডে
[B] বিশ্বনাথন আনন্দ
[C] রাজেন্দ্র গুপ্ত
[D] সরোজ সিং

প্রশ্ন – ৩

“Nagasaki Day” কবে পালিত হয়?
[A] 7 আগস্ট
[B] 9 আগস্ট
[C] 11 আগস্ট
[D] 13 আগস্ট

প্রশ্ন – ৪

Commonwealth Games 2022 -এ ভারত মোট কয়টি স্বর্ণ পদক জিতেছে?
[A] 30 টি
[B] 28 টি
[C] 22 টি
[D] 20 টি

প্রশ্ন – ৫

Birmingham Commonwealth Games 2022 -এ ভারত মোট কয়টি পদক জিতেছে?
[A] 51টি
[B] 41টি 
[C] 61টি 
[D] 71টি

প্রশ্ন – ৬

“International Day of World’s Indigenous Peoples” কবে পালিত হয়?
[A] 9 আগস্ট
[B] 8 আগস্ট
[C] 5 আগস্ট
[D] 11 আগস্ট

প্রশ্ন – ৭

নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চল “PARVAZ Market Linkage Scheme” লঞ্চ করেছে?
[A] পুডুচেরী
[B] জম্মু ও কাশ্মীর
[C] দিল্লী
[D] চণ্ডীগড়

প্রশ্ন – ৮

Dr. N. Kalaiselvi নিম্নলিখিত কোন সংস্থার প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন?
[A] Indian Agricultural Statistics Research Institute
[B] Indian Council of Social Science Research
[C] Council of Scientific and Industrial Research (CSIR)
[D] Indian Council of Agricultural Research
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।