২৩ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৩ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

“International Migrants Day” কবে পালিত হয়?
[A] 12 ডিসেম্বর
[B] 15 ডিসেম্বর
[C] 17 ডিসেম্বর
[D] 18 ডিসেম্বর

প্রশ্ন – ২

FIFA World Cup 2022 -এ কাকে “Golden Ball Award” দিয়ে সম্মানিত করা হয়েছে?
[A] Enzo Fernandez
[B] Kylian Mbappe
[C] Lionel Messi
[D] Luka Modric

প্রশ্ন – ৩

নিম্নলিখিত কে “Mrs World 2022” শিরোপা জতিছে?
[A] Aditi Govitrikar
[B] Sargam Koushal
[C] Caroline Jurie
[D] Shaylyn Ford
প্রশ্ন - ৪ 
কোন দল “FIFA World Cup 2022” জিতেছে?
[A] ফ্রান্স
[B] ইংল্যান্ড
[C] জার্মানি 
[D] আর্জেন্টিনা

প্রশ্ন – ৫

Qatar FIFA 2022 -এর পর কোন ফুটবল খেলোয়াড় অবসরের ঘোষণা করেছেন?
[A] Xavi
[B] Lionel Messi
[C] Andres Iniesta
[D] Cristiano Ronaldo

প্রশ্ন – ৬

কোন ভারতীয় চলচিত্রটি “Golden Globe Award” -এ মনোনীত হয়েছে?
[A] Puspa
[B] The Kashmir Fails
[C] Kantara
[D] RRR

প্রশ্ন – ৭

8th India International Science Festival 2022 – কোন শহরে অনুষ্টিত হবে?
[A] কোলকাতা 
[B] ইন্দোর
[C] দিল্লি 
[D] ভোপাল

প্রশ্ন – ৮

নিম্নলিখিত কোন রাজ্যটি “Vanikaran” নামক প্রকল্পটি লঞ্চ করেছে?
[A] ঝাড়খন্ড
[B] কেরালা
[C] নাগাল্যান্ড 
[D] মনিপুর

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।