২৩ ই জুন, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৩ ই জুন, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

2020-21 সালে ভারতের জন্মের সময় লিঙ্গ অনুপাত (SRB) কত?
[A] 918
[B] 920
[C] 937
[D] 951

প্রশ্ন – ২

ARIIA 2021 র‍্যাঙ্কিং অনুসারে প্রযুক্তিগত বিভাগে ভারতের সবচেয়ে উদ্ভাবনী শিক্ষা প্রতিষ্ঠান কোনটি?
[A] IIT Kanpur
[B] IIT Madras
[C] IIT Bombay
[D] IIT Delhi

প্রশ্ন – ৩

KSLV-II নুরি রকেট, কোন দেশের প্রথম অভ্যন্তরীণভাবে উৎপাদিত মহাকাশ উৎক্ষেপণ যান?
[A] South Korea
[B] Israel
[C] UAE
[D] Bangladesh

প্রশ্ন – ৪

GST কাউন্সিল কোন পণ্যের উপর GST হার বৃদ্ধি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?
[A] Textile
[B] Automobile
[C] Mobile Phones
[D] Cotton

প্রশ্ন – ৫

কোভিড-১৯-এর জন্য ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি রিসেপ্টর বাইন্ডিং ডোমেন (RBD) প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন কোনটি?
[A] CORBEVAXTM
[B] NOVAVAX
[C] DIVIVAX
[D] SEROVAXTM

প্রশ্ন – ৬

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
[A] Shobith Thripathi
[B] Vinay Kumar Tripathi
[C] Rajesh Arora
[D] Kumar Verma

প্রশ্ন – ৭

কোন কেন্দ্রীয় মন্ত্রক 6 জি প্রযুক্তিতে ছয়টি টাস্ক ফোর্স গঠন করেছে?
[A] Ministry of Information and Broadcasting
[B] Ministry of Skill Development and Entrepreneurship
[C] Ministry of Communication
[D] Ministry of Commerce and Industry

প্রশ্ন – ৮

‘মনোসেরোমিয়া ফ্লাভোস্কুটাটা এবং এম. নিগ্রা’ নতুন আবিষ্কৃত প্রজাতির নাম কি?
[A] Flower Fly
[B] Spider
[C] Snake
[D] Turtle

প্রশ্ন – ৯

“ব্লু বুক”, যেটি খবরে দেখা গেছে, সেটি কোন সশস্ত্র বাহিনী/গ্রুপের ম্যানুয়াল?
[A] Central Reserve Police Force
[B] Special Protection Group
[C] National Security Guard
[D] Indian Coast Guard

প্রশ্ন – ১০

নালাবানা পাখির অভয়ারণ্য কোন রাজ্য/UT-এ অবস্থিত?
[A] West Bengal
[B] Odisha
[C] Andhra Pradesh
[D] Karnataka

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।