২৩ই অক্টোবর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৩ই অক্টোবর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

মোধেরা, যেটিকে ভারতের প্রথম 24×7 সৌরশক্তি চালিত গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছিল, কোন রাজ্য/UT-এ অবস্থিত?
[A] হিমাচল প্রদেশ
[B] রাজস্থান
[C] গুজরাট
[D] মহারাষ্ট্র

প্রশ্ন – ২

কোন প্রতিষ্ঠান ‘এডুকেশন 4.0 ইন্ডিয়া রিপোর্ট’ চালু করেছে?
[A] আইএমএফ
[B] WEF
[C] বিশ্বব্যাংক
[D] ইউনিসেফ

প্রশ্ন – ৩

সম্প্রতি চালু হওয়া টেলি-মানস ইনিশিয়েটিভ কোন ক্ষেত্রের সাথে যুক্ত?
[A] শিশু স্বাস্থ্য
[B] মানসিক স্বাস্থ্য
[C] সংক্রামক রোগ
[D] বিজ্ঞান ও প্রযুক্তি
 প্রশ্ন - ৪ 
অসোলা ভাট্টি বন্যপ্রাণী অভয়ারণ্য, যেখানে চিতাবাঘ দেখা গিয়েছিল, কোন রাজ্য/UT-এ অবস্থিত?
[A] আসাম
[B] নয়াদিল্লি
[C] পশ্চিমবঙ্গ
[D] ঝাড়খণ্ড

প্রশ্ন – ৫

অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল স্মারক পুরস্কার 2022 কোন ক্ষেত্রে গবেষণার জন্য তিনজন বিজ্ঞানীকে দেওয়া হয়েছিল?
[A] আচরণগত অর্থনীতি
[B] বৈশ্বিক দারিদ্র্য
[C] ব্যাংক এবং আর্থিক সংকট
[D] পরিমাণগত পদ্ধতি

প্রশ্ন – ৬

IMF-এর সাম্প্রতিক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট (অক্টোবর 2022) অনুসারে, ভারতের 2022-23 GDP পূর্বাভাস কী?
[A] 5.8 %
[B] 6.0 %
[C] 6.8 %
[D] 7.0 %

প্রশ্ন – ৭

জাতিসংঘের বিশ্ব ভূ-স্থানীয় কংগ্রেস (UNWGIC) 2022-এর আয়োজক কোন শহর?
[A] বেঙ্গালুরু
[B] হায়দ্রাবাদ
[C] ঢাকা
[D] কলকাতা 

প্রশ্ন – ৮

বিচারপতি ইউ ইউ ললিতের পরে কে ভারতের 50 তম প্রধান বিচারপতি (CJI) হিসাবে দায়িত্ব নিয়েছেন?
[A] বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়
[B] বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল
[C] বিচারপতি এস. আব্দুল নাজির
[D] বিচারপতি কে.এম. জোসেফ
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।