২৩ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৩ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

ভারতের কোন রাজ্য/ইউটি হকি পুরুষদের বিশ্বকাপ 2023 আয়োজন করে?
[A] নয়াদিল্লি
[B] ওড়িশা
[C] মহারাষ্ট্র
[D] তামিলনাড়ু

প্রশ্ন – ২

প্রধানমন্ত্রী কোন শহরে ‘কালাম নো কার্নিভাল’ বইমেলার উদ্বোধন করেন?
[A] মুম্বাই
[B] আহমেদাবাদ
[C] বারাণসী
[D] পাটনা

প্রশ্ন – ৩

2022 সালে দ্বিতীয় ভারত-জাপান 2+2 সংলাপের আয়োজক কোন শহর?
[A] নয়াদিল্লি
[B] টোকিও
[C] গান্ধী নগর
[D] ওসাকা

প্রশ্ন – ৪

অস্টিওআর্থারাইটিস প্রতিরোধ ও ব্যবস্থাপনা' 8 সেপ্টেম্বর কোন দিবসটির প্রতিপাদ্য?
[A] বিশ্ব আয়ুষ দিবস
[B] বিশ্ব ফিজিওথেরাপি দিবস
[C] বিশ্ব হাড় স্বাস্থ্য দিবস
[D] বিশ্ব অর্থোপেডিকস দিবস

প্রশ্ন – ৫

কোন ব্যাঙ্ক গুজরাটের জন্য তার 'ব্যাঙ্ক অন হুইলস' পরিষেবা উন্মোচন করেছে?
[A] স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
[B] HDFC ব্যাঙ্ক
[C] ICICI ব্যাঙ্ক
[D] ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

প্রশ্ন – ৬

সম্প্রতি NITI Aayog দ্বারা চালু করা জাতীয় বৈদ্যুতিক মালবাহী প্ল্যাটফর্মের নাম কী?
[A] e-FAST
[B] e-nergy
[C] e-FREIGHT
[D] e-TRANSPORT

প্রশ্ন – ৭

iForest ফোরাম ভারতে বায়ুর গুণমান ব্যবস্থাপনার উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে, কোন সংস্থার সাথে যুক্ত? 
[A] UNEP
[B] NITI Aayog
[C] World Bank
[D] World Economic Forum

প্রশ্ন – ৮

কমন সার্ভিস সেন্টার (CSC) SPV-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
[A] কে সুব্রামানিয়ান
[B] সঞ্জয় কুমার রাকেশ
[C] কে ভি কমথ
[D] সারদা কুমার হোতা
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।