২৩ ই জুলাই, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৩ ই জুলাই ২০২৪ এর মধ্যে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আমাদের চারিপাশে প্রতিদিন নিত্য নতুন কিছু ঘটে চলেছে যার পুরোটা আমাদের মনে রাখা একটু কষ্ট দায়ক হয়ে ওঠে আমাদের জন্য, সেই সম্যসার সমাধান করতে আমরা আপনাদের সামনে প্রতিদিন নিয়ে আসছি নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স। আপনাদের চাকরির পরীক্ষার জন্য এই প্রচেষ্টা আশাকরি আপনাদের কাজে লাগবে। চলুন দেখে নেয়া যাক ২৩ ই জুলাই ২০২৪ নতুন আপডেট।

২৩ ই জুলাই

২৩ ই জুলাই, ২০২৪

1 / 10

নিউট্রিশনাল সাপ্লিমেন্ট স্পিরুলিনা, কোরেলা এবং ভিটামিন-সি সাপ্লিমেন্ট, ডুনালিয়েলা আসলে কি?

2 / 10

সাইবারনাইফ শব্দটি নিচের কোনটির সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জড়িত?

3 / 10

মুক্তা প্রধানত নিচের কোন পদার্থ দিয়ে গঠিত?

4 / 10

কোন উদ্ভিদের বৃদ্ধির হরমোনকে জাপানি বিজ্ঞানীরা স্বীকৃতি দিয়েছিলেন?

5 / 10

মানবদেহের নিচের কোন অঙ্গ রক্তের সিরামের অন্যতম প্রধান উপাদান অ্যালবুমিন তৈরি করে?

6 / 10

নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রতিষ্ঠা করেছেন যে সমস্ত জীবের জেনেটিক কোড তিন-অক্ষরের শব্দে বানান করা হয়, একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের জন্য তিনটি নিউক্লিওটাইড কোডের প্রতিটি সেট?

7 / 10

একজন সুস্থ মানুষের লালা সম্পর্কে নিচের কোনটি সঠিক?

8 / 10

নিচের কোনটিকে ‘মসলার রানী’ বলা হয়?

9 / 10

ডাউন সিনড্রোম কি নামেও পরিচিত?

10 / 10

ডায়াবেটিস ইনসিপিডাস (DI) আর্জিনাইন ভাসোপ্রেসিন (AVP) এর ঘাটতির কারণে সৃষ্ট, যা অ্যান্টিডিউরেটিক হরমোন (ADH) নামেও পরিচিত। এই হরমোনটি কোন অন্তঃস্রাবী গ্রন্থি দ্বারা নিঃসৃত হয়?

Your score is

The average score is 0%

0%

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।