২৪ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৪ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

Gustavo Petro, কোন দেশের রাষ্ট্রপতি পদে দায়িত্বভার গ্রহণ করেছেন?
[A] তুর্কি
[B] গ্রীস
[C] জাম্বিয়া
[D] কলোম্বিয়া

প্রশ্ন – ২

ভারত কোন দেশকে পরাজিত করে “2022 SAFF U20 Championship” শিরোপা জিতেছে?
[A] বাংলাদেশ
[B] শ্রীলংকা
[C] কানাডা
[D] জার্মানি

প্রশ্ন – ৩

“World Biofuel Day” কবে পালিত হয়?
[A] 7 আগস্ট
[B] 8 আগস্ট
[C] 9 আগস্ট
[D] 10 আগস্ট

প্রশ্ন – ৪

Commonwealth Games 2022 -এ অন্নু রানী কোন ক্রীড়ায় ব্রোঞ্জ পদক জিতেছে?
[A] জ্যাভিলিন থ্রো
[B] টেবিল টেনিস
[C] বক্সিং
[D] লং জাম্প

প্রশ্ন – ৫

New Delhi International Arbitration Centre -এর পরিবর্তিত নাম কী?
[A] India International Arbitration Centre
[B] Pradhan Mantri Arbitration Centre
[C] International Arbitration Centre
[D] Bharat Arbitration Centre

প্রশ্ন – ৬

প্রতিবছর কবে ‘World Lion Day’ পালিত হয়?
[A] 8 আগস্ট
[B] 10 আগস্ট
[C] 12 আগস্ট
[D] 14 আগস্ট

প্রশ্ন – ৭

কোন রাজ্যে “12th Defence Expo” অক্টোবর 2022 -এ অনুষ্ঠিত হবে?
[A] মহারাষ্ট্র
[B] গুজরাট
[C] পশ্চিমবঙ্গ
[D] উত্তরপ্রদেশ

প্রশ্ন – ৮

CWG 2022 -এ কুস্তিগীর বজরং পুনিয়া কত কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছে?
[A] Men’s 60 kg
[B] Men’s 65 kg
[C] Men’s 72 kg
[D] Men’s 91 kg
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।