২৫ই ফেব্রুয়ারী, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৫ই ফেব্রুয়ারী, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

ধিলো উৎসব, যা খবরে দেখা গেছে, কোন রাজ্য/ইউটি তে পালিত হয়?
[A] Odisha
[B] Goa
[C] Telangana
[D] Chennai

প্রশ্ন – ২

বিশ্ব ঐতিহ্য সপ্তাহ প্রতি বছর কোন মাসে পালন করা হয়?
[A] January
[B] April
[C] September
[D] November

প্রশ্ন – ৩

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কোন কণার একটি কসমিক ডেলিভারি সিস্টেম সনাক্ত করেছে?
[A] Dust
[B] Pebble
[C] Snow
[D] Titanium

প্রশ্ন – ৪

সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে?
[A] Justice Fathima Beevi
[B] Justice Sujata Manohar
[C] Justice Ruma Pal
[D] Justice Gyan Sudha Misra

প্রশ্ন – ৫

ভারতের কোন রাজ্য ২০২৩ সালে হর্নবিল মিউজিক ফেস্টিভ্যালের আয়োজক?
[A] Manipur
[B] Assam
[C] Nagaland
[D] Sikkim

প্রশ্ন – ৬

'বিশ্ব টয়লেট দিবস ২০২৩' এর থিম কী?
[A] Accelerating Change
[B] Improved sanitation systems
[C] Access to sanitation
[D] Access to water

প্রশ্ন – ৭

কোন প্রতিষ্ঠান সূচক প্রদানকারীদের জন্য একটি নিয়ন্ত্রক কাঠামো ঘোষণা করেছে?
[A] SEBI
[B] RBI
[C] NPCI
[D] NASSCOM

প্রশ্ন – ৮

কোন প্রতিষ্ঠান 'FASTER 2.0' পোর্টাল প্রকাশ করেছে?
[A] Election Commission of India
[B] Supreme Court of India
[C] DPIIT
[D] NITI Aayog

প্রশ্ন – ৯

ব্যক্তির সাম্প্রতিক গবেষণা অনুসারে, জেনারেটিভ এআই কোন ধরণের চাকরিতে বেশি প্রভাব ফেলবে?
[A] White collared jobs
[B] Blue collared jobs
[C] Green-collared jobs
[D] Gold collared jobs

প্রশ্ন – ১০

ভারতে কবে সংবিধান দিবস পালন করা হয়?
[A] 26 November
[B] 26 January
[C] 15 August
[D] 15 June

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।