২৫ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৫ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

'জাতিসংঘ আন্তর্জাতিক সমান বেতন দিবস' কবে পালিত হয়?
[A] September 12
[B] September 14
[C] September 18
[D] September 20

প্রশ্ন – ২

2022 সালে কোন ফুটবল দল ডুরান্ড কাপ জিতেছিল?
[A] মুম্বাই সিটি এফসি
[B] বেঙ্গালুরু এফসি
[C] চেন্নাইয়িন এফসি
[D] কেরালা ব্লাস্টার্স

প্রশ্ন – ৩

কোন রাজ্য ‘সিএম দা হাইসি’ (মুখ্যমন্ত্রীকে অবহিত করুন) নামে একটি ওয়েব পোর্টাল চালু করেছে?
[A] গুজরাট
[B] আসাম
[C] মণিপুর
[D] ওড়িশা

প্রশ্ন – ৪

2022 সালে কোন ভারতীয় শহর ‘গ্লোবাল ফিনটেক কনফারেন্স’-এর আয়োজক?
[A] নয়াদিল্লি
[B] আহমেদাবাদ
[C] মুম্বাই
[D] বেঙ্গালুরু

প্রশ্ন – ৫

কোন কেন্দ্রীয় মন্ত্রক 'পরিবেশ স্থায়িত্ব 2020-21' সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চালু করেছে?
[A] পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
[B] রেলপথ মন্ত্রণালয়
[C] MSME মন্ত্রণালয়
[D] শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

প্রশ্ন – ৬

কোন রাজ্য NITI Aayog-এর মতো রাজ্য-স্তরের প্রতিষ্ঠান স্থাপনের ঘোষণা করেছে?
[A] কেরালা
[B] মহারাষ্ট্র
[C] তেলেঙ্গানা
[D] পশ্চিমবঙ্গ

প্রশ্ন – ৭

2022 সালের হিসাবে, কোন দেশ শ্রীলঙ্কাকে সবচেয়ে বড় দ্বিপাক্ষিক ঋণদাতা?
[A] চীন
[B] ভারত
[C] অস্ট্রেলিয়া
[D] USA

প্রশ্ন – ৮

খবরে দেখা গেল ‘দ্য ফ্যাবেলম্যানস’ ছবির পরিচালক কে?
[A] স্টিভেন স্পিলবার্গ
[B] জর্জ লুকাস
[C] মার্টিন স্কোরসেস
[D] কুয়েন্টিন ট্যারান্টিনো
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।