২৬ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৬ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

সম্প্রতি, উপ-রাষ্ট্রপতি জগদ্বিপ ধনকর কাকে ভারতের প্রথম “Dr. Rajendra Prasad Award” দিয়েছেন?
[A] সুধীর রাজীব
[B] রতন লাল
[C] রজনীশ শুক্লা
[D] রমেশ অরোরা

প্রশ্ন – ২

“Dr Rajendra Prasad Award” কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?
[A] Journalism
[B] Literature
[C] Public Administration
[D] Fine Arts

প্রশ্ন – ৩

French Open Badminton Tournament 2022 – কোন দেশে অনুষ্ঠিত হয়?
[A] ভারত
[B] প্যারিস
[C] নিউজিল্যান্ড
[D] ইংল্যান্ড 
প্রশ্ন - ৪ 
ভারত কোন দেশকে পরাজিত করে “French Open Badminton Tournament 2022” -এ কোন দেশকে পরাজিত করে “Men’s Doubles Title” জিতেছে?
[A] মালদ্বীপ 
[B] মায়ানমার
[C] ভুটান
[D] চীন

প্রশ্ন – ৫

কোন রাজ্যের “লক্ষি ভান্ডার” নামক প্রকল্পটি “Skoch Award” পেয়েছে?
[A] ছত্তিসগড়
[B] তামিলনাড়ু
[C] মধ্যপ্রদেশ
[D] পশ্চিমবঙ্গ

প্রশ্ন – ৬

কোন শহরে আন্তর্জাতিক নৃত্য উৎসব “Udbhav Utsav 2022” -এর আয়োজন করা হয়?
[A] গোয়ালিওর
[B] গুরুগ্রাম
[C] মুম্বাই
[D] গোয়াহাটি

প্রশ্ন – ৭

নিম্নলিখিত কোন ক্রীড়াটির সঙ্গে “Track Asia Cup 2022” সম্পর্কিত?
[A] সাঁতার
[B] তীরন্দাজ
[C] কুস্তি
[D] সাইকেলিং

প্রশ্ন – ৮

কোন ভারতীয় রাজ্য “Track Asia cup 2022” -এর আয়োজন করবে?
[A] নাগাল্যান্ড 
[B] কর্ণাটক
[C] কেরালা
[D] তেলেঙ্গানা
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।