২৬ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৬ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘ফৌজদারী কার্যবিধি (শনাক্তকরণ) বিল’ এর সাথে যুক্ত?
[A] আইন ও বিচার মন্ত্রণালয়
[B] স্বরাষ্ট্র মন্ত্রণালয়
[C] মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়
[D] সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়

প্রশ্ন – ২

'UPI Lite' পেমেন্ট লেনদেনের উপরের সীমা কত?
[A] 1000 টাকা
[B] 500 টাকা
[C] 200 টাকা
[D] 100 টাকা

প্রশ্ন – ৩

কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহকে 'গ্যালিলিয়ান মুন' বলা হয়?
[A] শনি
[B] বৃহস্পতি
[C] শুক্র
[D] বুধ

প্রশ্ন – ৪

2022 সালে কোন শহর গ্লোবাল ফিনান্সিয়াল সেন্টার ইনডেক্স (GFCI) শীর্ষে ছিল?
[A] হংকং
[B] লন্ডন
[C] নিউ ইয়র্ক
[D] সাংহাই

প্রশ্ন – ৫

বিশ্বব্যাংকের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী কোন দেশে খাদ্য মূল্যস্ফীতি বিশ্বে সবচেয়ে বেশি?
[A] শ্রীলঙ্কা
[B] লেবানন
[C] ভেনিজুয়েলা
[D] তুরস্ক

প্রশ্ন – ৬

'দিলিপ আসবে' কোন প্রতিষ্ঠানের MD এবং CEO হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন?
[A] Air India
[B] National Payments Corporation of India
[C] State Bank of India
[D] Hindustan Aeronautics Ltd

প্রশ্ন – ৭

কোন দেশ বিশ্বের সর্বনিম্ন প্রজনন হারের জন্য নিজের রেকর্ড ভেঙেছে?
[A] চীন
[B] দক্ষিণ কোরিয়া
[C] জাপান
[D] ফিলিপাইন

প্রশ্ন – ৮

কোন ভারতীয় রাজ্য/UT "দেশের প্রথম ভার্চুয়াল স্কুল" চালু করেছে?
[A] কর্ণাটক
[B] নয়াদিল্লি
[C] তেলেঙ্গানা
[D] কেরালা
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।