২৭ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৭ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

নিম্নলিখিত কে ‘Bharti Airtel’ -এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন?
[A] দীনেশ সিং
[B] রাজকুমারী শাস্ত্রী
[C] গোপাল বিট্টল
[D] রাহুল বোস

প্রশ্ন – ২

সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী কোন দিনটিকে “Partition Vibhishika Memorial Day” হিসেবে ঘোষণা করেছে?
[A] 12 আগস্ট
[B] 13 আগস্ট
[C] 14 আগস্ট
[D] 15 আগস্ট

প্রশ্ন – ৩

World Organ Donation Day 2022 -এর থিম কী?
[A] Removing the taboo around organ donation
[B] Every blood donor is a hero
[C] let’s pledge to donate organs and save lives
[D] Donating an Organ Is Like Gifting A Life

প্রশ্ন – ৪

International Lefthanders Day – কবে পালিত হয়?
[A] 12 আগস্ট
[B] 13 আগস্ট
[C] 14 আগস্ট
[D] 15 আগস্ট

প্রশ্ন – ৫

কোন দেশ প্রথম ওমিক্রন ভ্যাকসিন -এর অনুমোদন দিয়েছে?
[A] আমেরিকা যুক্তরাষ্ট্র
[B] রাশিয়া
[C] যুক্তরাজ্য
[D] বাংলাদেশ

প্রশ্ন – ৬

কোন রাজ্যে “Agasthiyamalai Elephant Reserve” অবস্থিত?
[A] কর্ণাটক
[B] অন্ধ্রপ্রদেশ
[C] কর্ণাটক 
[D] তামিলনাড়ু

প্রশ্ন – ৭

এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা “Durand Cup 2022” কবে শুরু হবে?
[A] 18 আগস্ট
[B] 19 আগস্ট
[C] 21 আগস্ট
[D] 16 আগস্ট

প্রশ্ন – ৮

কেনিয়া -এর নতুন রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছে?
[A] Uhuru Kenyatta
[B] William Ruto
[C] Kalonzo Musyoka
[D] Raila Odinga
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।