২৭ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৭ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন শহরে “Saras Food Festival 2022” উদ্বোধন করা হয়েছে?
[A] চেন্নাই
[B] বেঙ্গালোর
[C] পুনে
[D] নিউ দিল্লী

প্রশ্ন – ২

সম্প্রতি, কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের সচিব পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] অজয় লাল মীনা
[B] দীপক লাল মীনা
[C] অমৃত লাল মীনা
[D] কৃষ্ণা লাল মীনা

প্রশ্ন – ৩

মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোন দেশের মধ্যে ‘Operation Vigilant Storm’ নামক সামরিক অনুশীলন সঙ্ঘটিত হয়?
[A] ফ্রান্স
[B] ভারত
[C] দক্ষিণ কোরিয়া
[D] পাকিস্তান
প্রশ্ন - ৪ 
নিম্নলিখিত কোন সংস্থা ভারতে প্রতিবছর “Vigilance Awareness Week” পালন করে? 
[A] Central Vigilance Commission
[B] Securities Exchange Board of India.
[C] Reserve Bank of India
[D] Investor Education and Protection Fund Authority

প্রশ্ন – ৫

নিম্নলিখিত কে ইজরায়েল -এর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন?
[A] Benjamin Netanyahu
[B] Yair Lapid
[C] Aryeh Deri
[D] Benny Gantz

প্রশ্ন – ৬

“Japanese Culture Day” কবে পালিত হয়?
[A] 2 নভেম্বর
[B] 3 নভেম্বর
[C] 4 নভেম্বর
[D] 5 নভেম্বর

প্রশ্ন – ৭

কোন রাজ্য ট্রাইবাল ডান্স ফেস্টিভল “Rajyotsava” আয়োজিত হয়?
[A] হরিয়ানা
[B] কেরালা
[C] ছত্তিসগড়
[D] মহারাষ্ট্র

প্রশ্ন – ৮

কোন কেন্দ্রীয় মন্ত্রক “Nutrient Based Subsidy (NBS)” প্রকল্পের সঙ্গে যুক্ত?
[A] Ministry of Rural Development
[B] Ministry of Agriculture and Farmers Welfare
[C] Ministry of Urban and Housing Affairs
[D] Ministry of Chemicals and Fertilisers
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।