২৮ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৮ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন সংস্থা “Adaptation Gap Report 2022” প্রকাশ করেছে?
[A] WEF
[B] UNEP
[C] UNFCCC
[D] NITI Aayog

প্রশ্ন – ২

কোন রাজ্য সরকার মেয়েদের জন্য “Ladli Laxmi 2.0” লঞ্চ করেছে?
[A] মধ্যপ্রদেশ
[B] ঝাড়খন্ড
[C] তামিলনাড়ু
[D] বিহার 

প্রশ্ন – ৩

কোন রাজ্যের মুখ্যমন্ত্রী “Citizen Engagement and Communication Program” লঞ্চ করেছে?
[A] ত্রিপুরা
[B] অরুণাচল প্রদেশ
[C] মেঘালয়
[D] নাগাল্যান্ড 
প্রশ্ন - ৪ 
প্রতিবছর কবে “World Tsunami Awareness Day” পালিত হয়?
[A] 2 নভেম্বর
[B] 3 নভেম্বর
[C] 4 নভেম্বর
[D] 5 নভেম্বর

প্রশ্ন – ৫

নিম্নলিখিত কোন বিখ্যাত ফুটবল খেলোয়াড় অবসর ঘোষণা করেছেন?
[A] Jordi Alma Ramos
[B] Gerard Pique
[C] Marcs Alonso
[D] Sergio Busquets Burgos

প্রশ্ন – ৬

কোন ভারতীয় সংস্থা “24th World Communication Awards” -এ “Cloud Native Award” জিতেছে?
[A] Bharti Airtel
[B] BSNL
[C] Jio Platforms Limited
[D] Vodafone Group

প্রশ্ন – ৭

Department of Food & Public Distribution – এর সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] বিকাশ যাদব
[B] প্রহ্লাদ অগ্নিহোত্রী
[C] কৌশল দ্বিভেদী
[D] সঞ্জীব চোপড়া

প্রশ্ন – ৮

সম্প্রতি, প্রয়াত এলা ভট্ট কত সালে পদ্মশ্রী পুরস্কার পান?
[A] 1980 সালে
[B] 1985 সালে
[C] 1999 সালে
[D] 2014 সালে
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।