২৯ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৯ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

“World Humanitarian Day” কবে পালিত হয়?
[A] 16 আগস্ট
[B] 17 আগস্ট
[C] 18 আগস্ট
[D] 19 আগস্ট

প্রশ্ন – ২

সম্প্রতি, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী “Make India No. 1” মিশন লঞ্চ করেছে?
[A] দিল্লী
[B] মহারাষ্ট্র
[C] উত্তরপ্রদেশ
[D] আসাম

প্রশ্ন – ৩

ভারতীয় সংসদীয় প্রতিনিধিমন্ডল কোন দেশে “65 Commonwealth Parliamentary Conference” -এ অংশগ্রহন করবে? 
[A] মার্কিন যুক্তরাষ্ট্র
[B] জাপান
[C] কানাডা
[D] ইংল্যান্ড

প্রশ্ন – ৪

ভারতীয় বায়ু সেনা কোন দেশে “Pith Black Exercise” -এ অংশগ্রহন করবে?
[A] ফ্রান্স
[B] অস্ট্রেলিয়া
[C] জার্মানী
[D] জাপান

প্রশ্ন – ৫

Sultan Azlan Shah Cup 2022 -এ কোন দেশে অনুষ্ঠিত হবে?
[A] বাংলাদেশ 
[B] দক্ষিণ কোরিয়া
[C] ইন্দোনেশিয়া
[D] মালেশিয়া

প্রশ্ন – ৬

ভারতের কোন রাজ্য সর্বপ্রথম “Har Ghar Jal” -এর শিরোপা পেয়েছে?
[A] আসাম
[B] গোয়া
[C] আসাম 
[D] উত্তর প্রদেশ

প্রশ্ন – ৭

“World Photography Day” কবে পালিত হয়?
[A] 19 আগস্ট
[B] 20 আগস্ট
[C] 21 আগস্ট
[D] 18 আগস্ট

প্রশ্ন – ৮

BBPS -এর পূর্ণরূপ কী?
[A] Bill Bharat Payment System
[B] Bill Bharat Pay System
[C] Bharat Bill Payment System
[D] Bharat Bill Pay System
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।