২রা এপ্রিল, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২রা এপ্রিল, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

‘বার্ষিক আর্থিক সাক্ষরতা’ সপ্তাহের প্রচারাভিযান, সম্প্রতি নিচের কোনটির দ্বারা আয়োজিত হয়?
[A] IIT Kanpur
[B] RBI
[C] SBI
[D] ISRO

প্রশ্ন – ২

কোন সংস্থা সম্প্রতি ডিজিটাল ইকোনমি (WEIDE) ফান্ডে মহিলা রপ্তানিকারকদের চালু করতে সহযোগিতা করেছে?
[A] International Monetary Fund (IMF) and World Bank
[B] International Labour Organization (ILO) and World Bank
[C] International Trade Centre (ITC) and World Trade Organization (WTO)
[D] World Health Organization (WHO) and International Monetary Fund (IMF)

প্রশ্ন – ৩

কোন উত্তর-পূর্ব রাজ্য সম্প্রতি ভারত-মিয়ানমার সীমান্তে বেড়া দেওয়ার এবং মিয়ানমারের সাথে FMR চুক্তি বাতিল করার কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি প্রস্তাব গ্রহণ করেছে?
[A] Nagaland
[B] Manipur
[C] Mizoram
[D] Assam

প্রশ্ন – ৪

গ্লোবাল ওয়েস্ট ম্যানেজমেন্ট আউটলুক 2024, সম্প্রতি খবরে দেখা গেছে, নিচের কোন সংস্থার দ্বারা প্রকাশিত হয়েছে?
[A] UNEP
[B] UNDP
[C] UNESCO
[D] IMF

প্রশ্ন – ৫

ভারত সরকার কোন রাজ্যে ফ্লু-কিউরড ভার্জিনিয়া (FCV) তামাক চাষীদের সহায়তা করার জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে?
[A] Uttar Pradesh and Madhya Pradesh
[B] Maharashtra and Tamil Nadu
[C] Andhra Pradesh and Karnataka
[D] Odisha and West Bengal

প্রশ্ন – ৬

কোন রাজ্য সরকার রাজ্য জল তথ্য কেন্দ্র (SWIC) প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে?
[A] Bihar
[B] Odisha
[C] Gujarat
[D] Jharkhand

প্রশ্ন – ৭

সম্প্রতি খবরে দেখা সিন্দ্রি সার প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত?
[A] Jharkhand
[B] Uttar Pradesh
[C] Rajasthan
[D] Gujarat

প্রশ্ন – ৮

নাইনাতিভু দ্বীপ, সম্প্রতি খবরে দেখা গেছে, নিচের কোন প্রণালীতে অবস্থিত?
[A] Bali Strait
[B] Malacca Strait
[C] Palk Strait
[D] Bass Strait

প্রশ্ন – ৯

ইন্দিরাম্মা হাউজিং স্কিম, সম্প্রতি খবরে দেখা গেছে, কোন রাজ্যের সঙ্গে যুক্ত?
[A] Karnataka
[B] Tamil Nadu
[C] Kerala
[D] Telangana

প্রশ্ন – ১০

ভারতে কোন দিনটিকে জাতীয় নিরাপত্তা দিবস হিসেবে পালন করা হয়?
[A] March 3
[B] March 4
[C] March 5
[D] March 6

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।