২রা জানুয়ারি, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২রা জানুয়ারি, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

সম্প্রতি, প্রকাশিত “11th Global Food Security Index 2022” -এ ভারতের অবস্থান কত?
[A] 48 তম
[B] 68তম
[C] 70তম
[D] 90তম

প্রশ্ন – ২

সম্প্রতি, কোন দেশ “13th WTO Ministerial Meeting 2024” -এর আয়োজন করবে?
[A] ফ্রান্স
[B] ভারত
[C] মার্কিন যুক্তরাষ্ট্র
[D] সংযুক্ত আরব আমিরাত

প্রশ্ন – ৩

সম্প্রতি, কোন মন্ত্রক “Millet Food Festival” -এর আয়োজন করেছে?
[A] স্বরাষ্ট্র মন্ত্রক
[B] কৃষি মন্ত্রক
[C] বস্ত্র মন্ত্রক
[D] প্রতিরক্ষা মন্ত্রক

প্রশ্ন – ৪

কোন রাজ্য সরকার সবধরনের প্রকল্পে “আধার কার্ড” অনিবার্য করেছে?
[A] পাঞ্জাব
[B] মধ্যপ্রদেশ
[C] তামিলনাড়ু
[D] আসাম

প্রশ্ন – ৫

কোন রাজ্য সরকার “Lumpy Skin Disease” -এর জন্য বিনামূল্যে টিকাকরণের ঘোষণা করেছেন?
[A] তেলেঙ্গানা
[B] উড়িষ্যা
[C] আসাম 
[D] তামিলনাড়ু

প্রশ্ন – ৬

সম্প্রতি, কাকে PETA India’s 2022 – এর “Persons of the Year” খেতাব জিতেছেন?
[A] মাধুরী দীক্ষিত
[B] সোনাক্ষি সিনহা
[C] বিদ্যা বালান
[D] সোনাক্ষী সিনহা

প্রশ্ন – ৭

সম্প্রতি, কোন রাজ্য সরকার “Friends of Library” প্রোগ্রাম শুরু করেছে?
[A] মধ্যপ্রদেশ 
[B] তামিলনাড়ু
[C] অন্ধ্রপ্রদেশ
[D] আসাম

প্রশ্ন – ৮

সম্প্রতি, কবে “International Human Solidarity Day” পালিত হয়?
[A] 18 ডিসেম্বর
[B] 19 ডিসেম্বর
[C] 20 ডিসেম্বর
[D] 21 ডিসেম্বর

 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।