২রা নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২রা নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

'ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ 2022' এর থিম কী?
[A] একটি উন্নত জাতির জন্য দুর্নীতিমুক্ত ভারত
[B] দুর্নীতি নির্মূল
[C] সততার মূর্ত প্রতীক
[D] নৈতিকতা এবং মূল্যবোধ

প্রশ্ন – ২

আরবিআই আইন অনুযায়ী, কত ত্রৈমাসিকের জন্য মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রা বজায় রাখতে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাঙ্ককে সরকারের কাছে একটি প্রতিবেদন পাঠাতে হবে?
[A] দুই
[B] তিন
[C] চার
[D] পাঁচ

প্রশ্ন – ৩

প্রধানমন্ত্রী কোন রাজ্যে ‘মেজ গার্ডেন অ্যান্ড মিয়াওয়াকি ফরেস্ট’ উদ্বোধন করেন?
[A] গুজরাট
[B] মহারাষ্ট্র
[C] অন্ধ্র প্রদেশ
[D] কর্ণাটক
প্রশ্ন - ৪ 
Ratle হাইড্রো-ইলেকট্রিক প্রকল্পটি কোন রাজ্য/UT-এ নির্মিত হচ্ছে?
[A] অরুণাচল প্রদেশ
[B] জম্মু ও কাশ্মীর
[C] সিকিম
[D] আসাম

প্রশ্ন – ৫

ভারতে 'বিশ্ব মিতব্যয় দিবস' কবে পালিত হয়?
[A] ২৭ অক্টোবর
[B] ৩০ অক্টোবর
[C] 4 নভেম্বর
[D] ৭ নভেম্বর

প্রশ্ন – ৬

কোন কেন্দ্রীয় মন্ত্রক ভারতে 'Football4Schools' উদ্যোগ বাস্তবায়নের জন্য FIFA এবং AIFF এর সাথে MOU স্বাক্ষর করেছে?
[A] যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়
[B] শিক্ষা মন্ত্রণালয়
[C] দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়
[D] আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়

প্রশ্ন – ৭

সুপার 750 টুর্নামেন্ট জয়ী প্রথম ভারতীয় জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি কোন খেলায় খেলে?
[A] টেনিস
[B] ব্যাডমিন্টন
[C] স্কোয়াশ
[D] টেবিল-টেনিস

প্রশ্ন – ৮

কোন সালে ভারতীয় রেল জাতীয়করণ করা হয়?
[A] 1947
[B] 1950
[C] 1952
[D] 1955
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।