২য় সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২য় সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন রাজ্য সরকার “Parivar Kalyan Card (PKC) Scheme” লঞ্চ করেছে?
[A] বিহার
[B] উত্তরপ্রদেশ
[C] কর্ণাটক
[D] মহারাষ্ট্র

প্রশ্ন – ২

Defence Research and Development Organisation (DRDO) -এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন?
[A] শ্যাম শ্রীনিবাসন
[B] সমীর বী কামত
[C] মোহিত বর্মন
[D] রাধাকৃষ্ণ দমানী

প্রশ্ন – ৩

নিম্নলিখিত কে, National Security Guard (NSG) -এর ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন?
[A] নীলেশ শাহ
[B] সি. বিজয়কুমার
[C] বিজয় কুমার
[D] প্রভীন ছাবরা

প্রশ্ন – ৪

সম্প্রতি, কবে “World Gujarati Language Day 2022” পালিত হয়েছে?
[A] 23 আগস্ট
[B] 24 আগস্ট
[C] 25 আগস্ট
[D] 26 আগস্ট

প্রশ্ন – ৫

নিম্নলিখিত কে মালী -এর অভ্যন্তরীন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন?
[A] Bobkar Keeta
[B] Colonel Abdoulaye Maiga
[C] Martha Koom
[D] Angela Mehtab

প্রশ্ন – ৬

নিম্নলিখিত কে এশিয়া কাপ – ২০২২ -এর জন্য ভারতীয় ক্রিকেট দলের অভ্যন্তরীন মুখ্য কোচ নির্বাচিত হয়েছেন?
[A] রবি শাস্ত্রী
[B] ভিভিএস লক্সমন
[C] অনিল কুম্বলে
[D] বিরেন্দ্র সেহওয়াগ

প্রশ্ন – ৭

নিম্নলিখিত কাকে “UNESCO Peace Prize 2022” দিয়ে সম্মানিত করা হয়েছে?
[A] Volodymyr Zelensky
[B] Emmanuel Macron
[C] Joe Biden
[D] Angela Merkel

প্রশ্ন – ৮

প্রতিবছর “International Dog Day” কবে পালিত হয়?
[A] 24 আগস্ট
[B] 26 আগস্ট
[C] 27 আগস্ট
[D] 29 আগস্ট
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।