৩০ই আগস্ট, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৩০ই আগস্ট, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

প্রশ্ন –

জুলাই 2023 সালে ভারতে পাইকারি মুদ্রাস্ফীতি কত?
[A] (-)1.36%
[B] (+)1.36%
[C] (+)3.36%
[D] (-)3.36%

 

প্রশ্ন –

ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG) কোন প্রকল্পে অনিয়ম প্রকাশ করেছে?
[A] PM KISAN
[B] Bharatmala programme
[C] Sagarmala programme
[D] PM DISHA

প্রশ্ন –

খবরে দেখা গেল মাউই দ্বীপটি কোন দেশে অবস্থিত?
[A] UK
[B] Indonesia
[C] USA
[D] Japan

প্রশ্ন –

সম্প্রতি 2023 সালে ভারতীয় রাষ্ট্রপতি দ্বারা উদ্বোধন করা প্রকল্প 17A ফ্রিগেটের নাম কী?
[A] Vindhyagiri
[B] Kailashgiri
[C] Arunagiri
[D] Shivgiri

প্রশ্ন –

কোন দেশ 2015 সালে ‘স্পঞ্জ সিটি ইনিশিয়েটিভ’ চালু করেছিল?
[A] Japan
[B] China
[C] USA
[D] Australia

প্রশ্ন –

খবরে দেখা মাতঙ্গিনী হাজরা কোন রাজ্যের নারী মুক্তিযোদ্ধা ছিলেন?
[A] Assam
[B] West Bengal
[C] Karnataka
[D] Odisha

প্রশ্ন –

নিচের কোন উদ্ভিদের শ্বাসমূল রয়েছে?
[A] Marshy Plants
[B] Mangroves
[C] Epiphytes
[D] Submerged Hydrophytes

প্রশ্ন –

অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত মাত্রা মানবদেহে নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটির সংশ্লেষণকে দমন করে?
[A] Vitamin A
[B] Calciferol
[C] Vitamin K
[D] Biotin