৩০ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৩০ই নভেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

নিম্নলিখিত, কোন সংযুক্ত সেনাবাহিনী অনুশীলন ভারত এবং ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত হয়?
[A] Khanjar
[B] Shakti
[C] Garuda Shakti
[D] Sampriti

প্রশ্ন – ২

সম্প্রতি, প্রয়াত স্বাধীন ভারতের প্রথম ভোটার কে ছিলেন?
[A] মাস্টার গোবিন্দ খুরানা
[B] মাস্টার শ্যাম সরণ নেগি
[C] মাস্টার সুরেশ নেগি
[D] মাস্টার লালজি আচার্য

প্রশ্ন – ৩

সম্প্রতি, কে “আন্তর্জাতিক হকি ফেডারেশন” -এর নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন?
[A] ইব্রাহিম সুলতান
[B] মোহাম্মদ রিজওয়ান খান
[C] নারিনদের বাত্রা
[D] মোহাম্মদ তৈয়ব ইকরাম 
প্রশ্ন - ৪ 
সম্প্রতি, ভারতীয় পুরুষ দল “Asian Squash Championship” -এ কোন  জিতেছে?
[A] স্বর্ণ পদক
[B] রৌপ্য পদক
[C] ব্রোঞ্জ পদক
[D] উপরের কোনোটিই সঠিক নয় 

প্রশ্ন – ৫

ফ্রান্স সরকার কাকে “Chevalier Prize” দিয়ে সম্মানিত করেছে?
[A] শাহরুখ খান
[B] বাদশাহ খান
[C] শেখ মুজিবুর রহমান
[D] অরুণা সাইরাম

প্রশ্ন – ৬

সম্প্রতি, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী “E-UPHAAR Portal and CM Dashboard” লঞ্চ করেছে?
[A] হরিয়ানা
[B] হিমাচল প্রদেশ
[C] পাঞ্জাব
[D] বিহার 

প্রশ্ন – ৭

সম্প্রতি, কে “National Monuments Authority (MHA)” -এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন?
[A] দীনেশ প্রসাদ
[B] কেশব সিং বৈশ্য
[C] নারায়ণ প্রসাদ
[D] কিশোর কে. বসা

প্রশ্ন – ৮

সম্প্রতি, “উত্তরাখন্ড গৌরব সম্মান” দিয়ে কাকে সম্মানিত করার ঘোষণা করা হয়েছে?
[A] প্রসূন জোশি
[B] বিপিন রাওয়াত
[C] বিপিন রাওয়াত
[D] উপরের সবাইকে 
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।