৩১ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৩১ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

নিম্নলিখিত কোন শহরে “10th National Conference of Women Police” -এর আয়োজন করা হয়েছে?
[A] দেহরাদূন
[B] সিমলা
[C] গ্যাংটক
[D] কলকাতা

প্রশ্ন – ২

কোন রাজ্য সরকার “Rural Industrial Park” নির্মাণের ঘোষণা করেছে?
[A] কেরালা 
[B] ঝাড়খন্ড
[C] হিমাচল প্রদেশ
[D] ছত্তিসগড়

প্রশ্ন – ৩

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু -এর সেক্রেটারী পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] নরেশ চন্দ্রা
[B] রাজেশ বর্মা
[C] দীনেশ কুমার
[D] আদিত্য কুমার

প্রশ্ন – ৪

নিম্নলিখিত কোন ভারতীয় মহিলা “Miss Elite World” শিরোপা জিতেছে?
[A] Dia Mirza
[B] Deep Supriyam
[C] Lara Dutta
[D] Preity Zinta

প্রশ্ন – ৫

ভারত সরকার কোন নৃত্যশৈলী কে UNESCO’s Intangible Cultural Heritage List” অন্তর্ভুক্ত করার জন্য মনোনীত করেছে?
[A] Bhangra
[B] Garba
[C] Lavani
[D] Giddha

প্রশ্ন – ৬

Shanghai Cooperation Organisation (SCO) -এর প্রতিরক্ষা মন্ত্রীদের বাৎসরিক সভা কোন দেশে অনুষ্ঠিত হবে?
[A] ভারত
[B] তাজিকিস্তান
[C] উজবেকিস্তান
[D] জার্মানি

প্রশ্ন – ৭

ভারতের কোন শহরে প্রথম “Hydrogen Fuel Cell Bus” -এর উন্মোচন করা হয়েছে?
[A] পুনে
[B] বেঙ্গালুরু
[C] মুম্বাই
[D] কলকাতা

প্রশ্ন – ৮

“Chandigarh International Airport” -এর ঘোষিত নতুন নাম কি?
[A] Shaheed Bhagat Singh International Airport
[B] Udham Singh International Airport
[C] Kartar Singh Sarabha International Airport
[D] Sukhdev Thapar International Airport
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।