৩রা ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৩রা ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

“World Usability Day 2022” -এর থিম 
[A] Our Earth
[B] Family Welfare
[C] Our Family
[D] Our Health

প্রশ্ন – ২

সম্প্রতি, কে “International Kannada Ratna Award 2022” পেয়েছেন?
[A] K Chandrasekaran
[B] YKC Wadiyar
[C] Venkatesh Iyer
[D] Vinendra Dayat

প্রশ্ন – ৩

Adidas -এর নতুন CEO পদে কে নিযুক্ত হয়েছেন? 
[A] Bjorn Gulden
[B] Mark Wood
[C] Edel mark
[D] John Aniff
প্রশ্ন - ৪ 
কোন রাজ্য সরকার “Khelo India University Games 2023” আয়োজনের ঘোষণা করেছে?
[A] উড়িষ্যা
[B] আসাম 
[C] কেরালা
[D] উত্তর প্রদেশ

প্রশ্ন – ৫

নিম্নলিখিত কার জন্ম বার্ষিকী উপলক্ষে “জাতীয় শিক্ষা দিবস (National Education Day)” হয়?
[A] স্বামী বিবেকানন্দ
[B] মৌলানা আবুল কালাম আজাদ
[C] এ.পি.জে আবুদল কালাম
[D] ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন

প্রশ্ন – ৬

কোন দেশ “Women’s World Boxing Championship 2023” -এর আয়োজন করবে?
[A] দক্ষিণ কোরিয়া
[B] বাংলাদেশ 
[C] তুর্কি
[D] ভারত

প্রশ্ন – ৭

সম্প্রতি, কোন শহরে “PM Gati Shakti Multimodal Waterways Summit” শুরু হয়েছে?
[A] আলিগড়
[B] নয়ডা
[C] বারাণসী
[D] কলকাতা 

প্রশ্ন – ৮

কোন রাজ্যে ‘Indian Biological Data Center’ (IBDC) উদ্বোধন করা হয়েছে?
[A] সিকিম
[B] আসাম 
[C] কেরালা
[D] হরিয়ানা

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।