৪র্থ সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৪র্থ সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

সম্প্রতি, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী “Rajiv Gandhi Rural Olympics Games” -এর উদ্বোধন করেছেন?
[A] গুরজাট
[B] হরিয়ানা
[C] রাজস্থান
[D] আসাম

প্রশ্ন – ২

কোন ক্রিকেট দল সর্বপ্রথম “সুপার ফোর পর্ব”-এ স্থান নিশ্চিত করেছে?
[A] ভারত
[B] আফগানিস্তান
[C] বাংলাদেশ
[D] পাকিস্তান

প্রশ্ন – ৩

National Crime Records Bureau (NCRB) কোন শহরকে 2021 সালের “নিরাপদ শহর” ঘোষণা করেছে?
[A] কোলকাতা
[B] বেঙ্গালুরু
[C] পুনে
[D] কলকাতা

প্রশ্ন – ৪

67th Filmfare Awards -এ নিম্নলিখিত কাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে?
[A] শত্রুঘ্ন সিনহা
[B] শেখর কাপুর
[C] সুভাষ ঘাই
[D] শ্যাম বেনেগাল

প্রশ্ন – ৫

সম্প্রতি, প্রকাশিত Bloomberg Billionaires Index -অনুযায়ী কোন ভারতীয় বিশ্বের তৃতীয় ধনী ব্যাক্তির খেতাব হয়েছে?
[A] মুকেশ অম্বানী
[B] আজিম প্রেমজী
[C] গৌতম আদানি
[D] শিব নাদার

প্রশ্ন – ৬

সম্প্রতি, প্রয়াত অভিজিৎ সেন কোন ক্ষেত্রে সঙ্গে সম্পর্কিত?
[A] জীববিজ্ঞান
[B] অর্থনীতি
[C] পদার্থবিজ্ঞান
[D] মনোবিদ্যা

প্রশ্ন – ৭

National Pharmaceutical Pricing Authority (NPPA) কোন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে যুক্ত?
[A] Union Women and Child Development Ministry
[B] Union Health Ministry
[C] Union Social Justice and Empowerment Ministry
[D] Union Chemicals and Fertilisers Ministry

প্রশ্ন – ৮

ভারতে কবে “National Small Industry Day” পালিত হয়?
[A] 26 আগস্ট
[B] 28 আগস্ট
[C] 30 আগস্ট
[D] 31 আগস্ট
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।